পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 970
9694. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মূলনীতি হচ্ছে-
- স্থানীয় সংস্থাগুলোর ওপর জনগণের নিয়ন্ত্রণ থাকবে
- প্রদেশগুলোতে দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ নেওয়া হবে
- ভারত সরকার ও প্রাদেশিক সরকারের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাবে
A,B
9695. কে ১৯৪৭ সালের ১৭ এপ্রিল ‘স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র’ গঠনেরর প্রস্তাব উত্থাপন করেন?
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক
- মাওলানা ভাসানী
- শেখ মুুজিবুর রহমান
- হোসেন শহীদ সোহরাদওয়ার্দী
9696. যে চুক্তির ফলে ভারতবর্ষে স্বায়ত্তশাসন জোরদার হয়ে ওঠে-
- শান্তিচুক্তি
- ভ্রাতৃচুক্তি
- লক্ষ্ণৌ চুক্তি
- সাম্প্রদায়িক চুক্তি
9697. বঙ্গভঙ্গের ফলে যে সম্প্রদায় এক নবজীবন লাভ করে-
- হিন্দু
- বৌদ্ধ
- খ্রিস্টান
- মুসলমান
9698. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক কে?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- লিয়াকত আলী খান
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
9699. ১৯৪৬ সালের প্রাদেশক আইনসভার নির্বাচনে মুসলিম লীগ ‘ বাংলা প্রদেশে আসন পায়-
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
9700. বারতীয় কাউন্সিল আইন ১৮৬১ অনুযায়ী গভর্নর জেনারেল শাসন পরিষদ কাউন্সিল আইন পাস হয়?
- ১৮৫৭ সালে
- ১৮৫৮ সাালে
- ১৮৬১ সালে
- ১৮৭১ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 970"