এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য-1-আহ্বান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 596
5951. বুড়ির মাথায় কী ছিল?
- একটা শিমুল তুলোর বালিশ
- একটা তেলচিটে মলিন বালিশ
- একদলা ছেঁড়া কাপড়
- এক পাঁজা ঘাসের আঁটি
5952. বুড়ি কীসের ,পর শুয়ে ছিল?
- একটা ছেঁড়া মাদুর
- একটা ছেঁড়া কাঁথালেখকের দে
- য়া কাপড়একটা খেজুর পাতার পাটি
5953. “তিনি থাকতি অভাব ছেলো না কোনো জিনিসের।”- এখানে ‘তিনি’ বলতে কাকে নির্দেশ করা হয়েছে।
- শ্বশুর
- ভাশুর
- স্বামী
- দেবর
5954. ‘আহ্বান’ গল্পের মূল বিষয় কী?
- উদার মানবিকতা
- সাম্প্রদায়িক দাঙ্গা
- মানবিকতার অবক্ষয়
- গ্রামীণ জীবনের প্রতি আকর্ষণ
5955. ‘আহ্বান’ গল্পের রচয়িতা কে?
- মানিক বন্দ্যোপাধ্যায়
- বিভূতিভূষণ বন্দ্যোপধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- প্রেমেন্দ্র মিত্র
5956. লেখককে দেখে গ্রামের চক্কোত্তি মশায়ের কী প্রতিক্রিয়া হলো?
- হতাশ হলেন
- খুব খুশি হলেন
- খুব বিমর্ষ হলেন
- রেগে গেলেন
5957. “আমার তো তেনার নাম করতে নেই।” কারণ-
- স্বাশীর নাম মুখে আনা নিষেধ
- এটি ধর্মীয় বিধিনিষেধ মাত্র
- স্বামীর প্রতি গভীর ভালোবাসা
- এটি সামাজিক কুসংস্কার
5958. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
- 1950
- 1951
- 1960
- 1962
5959. অসুস্থ শয্যাপাশে লেখককে দেখে আনন্দে উদ্বেল বুড়ি কয়বার বলেছিল ‘বসতে দে’?
- দুইবার
- তিনবার
- চারবার
- পাঁচবার
5960. বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর?
- লেখকের
- পরশু সর্দারের বউর
- পুঁটিদের
- হাজরা ব্যাটার বউর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-গদ্য-1-আহ্বান - এইচএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 596"