এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য-11-অপরিচিতা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 580
5791. অনুপমের আসল অভিভাবক কে?
- বাবা
- মা
- মামা
- শ্বশুর
5792. বিনুদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
- মেয়ে চমৎকার সুন্দরী
- মেয়ের সৌন্দর্যের বলিহারি যাই
- খাঁটি সোনা বটে
- হীরের টুকরো একটা
5793. এককালে কাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ছিল?
- অনুপমের
- হরিশের
- মেয়েদের
- মামার
5794. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
- আলীপুরে
- কানপুরে
- ঢাকায়
- কলিকাতায়
5795. যেখানে আমরা ‘চমৎকার’ বলি, সেখানে বিনুদা কী বলেন?
- মোটামুটি
- বলিহারি যাই
- সাংগাতিক
- চলনসই
5796. কারা অনুপমের ছোট লেখার রস বুঝবেন?
- ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না
- যারা শিল্প-সংস্কৃতির বোদ্ধা
- ছোটকে যারা ক্ষুদ্র জ্ঞান করেন না
- যারা অনুপমের লেখার সাথে পরিচিত
5797. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?
- রাজার হালে
- জমিদারের মতো
- ব্যবসায়ীর অবস্থায়
- গরিব গৃহস্থের মতো
5798. বরের হাট মহার্ঘ কেন?
- যোগ্য বরের অভাবে
- যৌতুকের কারণে
- স্থান-কাল-পাত্রের বাছবিচারে
- মেয়ের বয়সের কারণে
5799. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন?
- প্রতিপত্তির জন্য
- প্রভাবের জন্য
- মতামতের জন্য
- কূট বুদ্ধির জন্য
5800. ‘ধনুক-ভাঙা পণ’ শব্দটি ব্যাকরণের কোন অংশে আলোচিত হতে দেখা যায়?
- বাগধারায়
- বিশিষ্টার্থক শব্দে
- বাক্য সংকোচনে
- প্রবাদ-প্রবচনে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-গদ্য-11-অপরিচিতা"