মানব-শরীর-রক্ত-পরিবহন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 522
5211. রক্ত কতটি উপাদানের সমন্বয়ে গঠিত?
- 2
- 3
- 4
- 5
5212. ল্যুমেন কতভাগ সংকীর্ণ হলে রক্ত প্রবাহ কমে যায়?
- ৫০-৭০%
- ৬০-৮০%
- ৮০-৯০%
- ৯০-১১০%
5213. হেপাটিক পোর্টাল শিরা কোথায় প্রবেশ করে?
- বৃক্কে
- যকৃতে
- অগ্ন্যাশয়ে
- পিত্তথলিতে
5214. রক্তের ক্ষুদ্রতম কণিকাসমূহ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ করে-
- কার্বন কণা
- ইমিউন কমপ্লেক্স
- ব্যাকটেরিয়া
A,B
5215. করোনারি ধমনির প্রাচীরে কোন রক্তকণিকা জমা হয়ে রক্ত প্রবাহে বাধা দেয়?
- মনোসাইট
- লিউকোসাইট
- থ্রম্বোসাইট
- এরিথ্রোসাইট
5216. স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কারণ-
- রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহমান থাকায়
- রক্তে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর হেপারিন থাকায়
- সক্রিয় কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলোকে যকৃত কর্তৃক সর্বদা অপসারণ হওয়ায়
A,B,C
5217. পালমোনারি সংবহনের ক্ষেত্রে রক্ত ডান নিলয় থেকে কোথায় প্রবেশ করে?
- বাম নিলয়ে
- ফুসফুসে
- বাম অলেন্দে
- ডান অলিন্দে
5218. কয়েক দিন আগে মনিরা বেগমের হার্ট অ্যাটার্ক হয়েছিল।মনিরা বেগমের কী হয়েছিল?
- শরীরে রক্ত প্রবাহ বেড়ে গিয়েছিল
- শরীরে রক্ত প্রবাহ বাধাগ্রস্থ হয়েছিল
- হার্ট নষ্ট হয়ে গিয়েছিল
- লিভার নষ্ট হয়ে গিয়েছিল
5219. এ সমস্যা তীব্য হলে-
- হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা হবে
- বুক ধড়ফরানি হবে
- প্রচুর ঘাম হবে
A,B,C
5220. লসিকা কোনটি সরবরাহ করে?
- অক্সিজেন
- পানি
- নাইট্রোজেন
- কার্বন ডাই-অক্সাইড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-রক্ত-পরিবহন - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 522"