শৈবাল-ও-ছত্রাক – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 414
4131. নিম্নশ্রেণির ছত্রাকের কোষ প্রাচীরে –
- সেলুলোজ যুক্ত থাকে
- সেলুলোজের সাথে কাইটিন যুক্ত থাকে
- কাইটিনের সাথে প্রোটিন যুক্ত থাকে
A,B
4132. বাডিং প্রক্রিয়ায় বংশবৃদ্ধির সময় ছত্রাকের মাতৃকোষের নিউক্লিয়াসটি কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়?
- মিয়োসিস
- দ্বিবিভাজন
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
4133. Agar1cus এর দেহের প্রস্থপ্রাচীরযুক্ত মাইসেলিয়াম কোষগুলো –
- ছোট
- স্বচ্ছ ও একাধিক নিউক্লিয়াসযুক্তঅদানাদার সাইটোপ্লাজমযুক্ত
- সাইটোপ্লাজমে প্রচুর গহবর থাকে
A,C
4134. কোনটি এককোষী নিশ্চল শৈবাল?
- Ped1astrum
- Englena
- Chlorococcus
- Hydrod1ctyon
4135. শৈবাল ও ছত্রাকের মিথোজীবিতাকে কী বলে?
- লাইকেন
- মৃতভোজী
- পরজীবিতা
- অন্তবাসী
4136. হিপ্নোস্পোর দ্বারা বংশবিস্তার করে –
- Ped1astrum গণের শৈবাল
- Ulothr1x গণের শৈবাল
- Sphaerella গণের শৈবাল
A,C
4137. ছত্রাকের দেহ –
- শাথান্বিত
- দন্ডাকার
- বহুকোষী
A,C
4138. দাদ রোগের লক্ষণ হলো –
- চামড়ায় লাল ফুসকুড়ি
- আক্রান্ত স্থান লম্বাটে
- ক্ষতের সুনির্দিষ্ট প্রান্ত সীমা থাকে
A,C
4139. ক্যারিওগ্যামী হলো –
- ছত্রাকের যৌন জননের দ্বিতীয় দশা
- দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলন প্রক্রিয়া
- সাইটোপ্লাজমের মিলন
A,B
4140. Agar1cus কি ধরনের ছত্রাক?
- মৃতজীবী
- পরজীবী
- পরভোজী
- মিথোজীবী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "শৈবাল-ও-ছত্রাক - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 414"