জীবের-পরিবেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 383
3821. লবণাক্ত মাটির উদ্ভিদে কোন ধরনের টিস্যু বেশি পরিমাণে থাকে?
- প্যারেনকাইমা টিস্যু
- কোলেনকাইমা টিস্যু
- স্ক্লেরেনকাইমা টিস্যু
- অ্যারেনকাইমা টিস্যু
3822. বাংলাদেশের অতি বিপদাপন্ন সরীসৃপ প্রাণী কোনটি?
- কুমির
- ঘড়িয়াল
- সাপ
- রাজকাঁকড়া
3823. ম্যানগ্রোভ বনাঞ্চল কোন বায়োমের অন্তর্গত?
- ওয়েটল্যান্ড
- সাভানা
- কনিফার ফরেস্ট
- তুন্দ্রা
3824. জলজ উদ্ভিদে অনুপস্থিত কোনটি?
- অ্যারেনকাইমা
- বান্ডল সিথ
- ক্লোরোপ্লাস্ট
- প্যারেনকাইমা
3825. বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ –
- তালিপাম
- মল্লিকা ঝাঁঝি
- গোলপাতা
A,B
3826. পাবদা মাছ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
- ইথিওপিয়ান
- ওরিয়েন্টাল
- এমেটালিয়ান
- নিওট্রপিক্যাল
3827. উদ্ভিদ প্রজাতি বন্টনে ভূ-স্থান সম্পর্কিত প্রভাবক কোনটি?
- পাহাড়ের উচ্চতা
- পাহাড়ের ঢাল
- সমুদ্রের ঢেউ
- সমতল ভূমি
3828. বাংলাদেশের একমাত্র প্রধান দ্বীপ কোনটি?
- হাতিয়া
- সন্দ্বীপ
- সেন্টমার্টিন
- মহেশখালী
3829. পানি থেকে উদ্ভিদ দেহ রক্ষার জন্য কী নিঃসরণ করে?
- মিউসিলেজ
- কিউটিন
- সুবেরিন
- নেকটার
3830. সুন্দরবনে কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ জন্মে?
- ৩৩৪টি
- ৩৩৫টি
- ৩৩৬টি
- ৩৩৭টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জীবের-পরিবেশ - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 383"