উদ্ভিদ-প্রজনন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 370
3691. কৃত্রিম সংকরায়ণে –
- কৌলিক পার্থক্য সম্পন্ন প্রজনক প্রয়োজন
- উৎপন্ন জাতকে সংকর বলা হয়
- ফসলের গুণগত মান কমে যায়
A,B
3692. পরাগধানীর সর্ববহিঃস্থ স্তর কোনটি?
- এপিডার্মিস
- এন্ডোথেসিয়াম
- মধ্যল্যামেলা
- ট্যাপেটাম
3693. ডিম্বাণুর দু’পাশে অবস্থিত দুটি নিউক্লিয়াসকে কী বলে?
- সিনারজিড
- ওভাম
- প্রতিপাদ কোষ
- অপত্যকোষ
3694. কে সর্বপ্রথম নিষেকবিহীন ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া লক্ষ করেন?
- L1nnaeus
- W1nkler
- Mendel
- Hooker
3695. পরাগায়নের পর পরাগরেণুর কোন অংশটি পরাগনালিকা তৈরি করে?
- এক্সাইন
- মধ্যল্যামেলা
- এন্ডোথেসিয়াম
- ইন্টাইন
3696. পরাগরেণুর ইন্টাইন স্তরটি কোথায় বৃদ্ধি পায়?
- গর্ভাশয়
- গর্ভমুন্ডে
- পরাগনালিতে
- পুংদন্ডে
3697. মূলের মাধ্যমে প্রজনন ঘটে কোনটিতে?
- ওলকচু
- আদা
- পটল
- পেঁয়াজ
3698. প্রজননের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের –
- ভারসাম্য সংরক্ষিত হয়
- প্রজাতির ধারাবাহিকতা অক্ষুন্ন থাকে
- অভিযোজন হ্রাস পায়
A,B
3699. নির্বাচিত প্রজনকের পরাগরেণু ইমাস্কুলেশনকৃত ফুলের গর্ভমুন্ডে প্রতিস্থাপনকে কী বলে?
- লেবেলিং
- ক্রসিং
- ব্যাগিং
- ক্লোনিং
3700. একটি ভ্রূণথলিতে প্রধানত কতটি Ant1podal cell থাকে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-প্রজনন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 370"