উৎপাদন-ব্যয়-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 150
1491. নিচের কোনটি আর্থিক সুবিধা নয়?
- মহার্ঘ ভাতা
- চিকিৎসা ভাতা
- চিকিৎসা সুবিধা
- বোনাস
1492. একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য অনেক বিস্তৃত। কারণ এর সাথে সম্পর্ক আছে –
- বিক্রয়ের
- আর্থিক অবস্থার
- মুনাফার
A,B
1493. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো –
- ব্যয় নির্ধারণ
- ব্যয় নিয়ন্ত্রণ
- লেনদেন লিপিবদ্ধকরণ
A,B
1494. মুখ্য ব্যয়ের উপাদান হচ্ছে –
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
1495. একটি প্রতিষ্ঠানে ঘন্টা প্রতি নিয়মিত মজুরি ৫৬ টাকা। একক প্রতি মজুরির হার ৪ টাকা হলে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন কত?
- ১২ একক
- ১৪ একক
- ১৫ একক
- ১৬ একক
1496. মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?
- মহার্ঘ ভাতা
- দুর্মুল্য ভাতা
- জীবিকা ভাতা
- সবগুলো
1497. মানিক টেড্রার্স – এর ব্যবস্থাপক উৎপাদন সংশ্লিষ্ট ব্যয়কে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে শ্রেণিবিন্যাস করেন। এরপর ব্যবস্থাপকের উৎপাদন ব্যয় হিসাবে কোন কাজটি করা উচিত?
- বিক্রয়মূল্য নির্ধারণ
- মোট ব্যয় নির্ণয়
- ব্যয় নিয়ন্ত্রণ
- একক প্রতি ব্যয় নির্ণয়
1498. মজুরি ও বেতন কর্তৃপক্ষকর্তৃক অনুমোদিত হলে জাবেদার ডেবিট কী হবে?
- নগদান হিসাব
- ব্যাংক হিসাব
- পাওনাদার হিসাব
- বেতন ও মজুরি হিসাব
1499. মুখ্য ব্যয়ের মধ্যে আছে –
- প্রত্যক্ষ মজুরি
- কারখানা উপরিব্যয়
- ব্যবহৃত কাঁচামাল
A,C
1500. মোট কর্তনের অংশ হলো –
- প্রভিডেন্ট ফান্ডে কর্তন
- কল্যাণ তহবিলে দান
- গ্রুপ বীমা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উৎপাদন-ব্যয়-হিসাব - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 150"