যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 132
1311. সাধারণত বাংলাদেশে পণ্যমূল্যের ওপর কত শতাংশ ভ্যাট ধার্য করা হয়?
- 0.1
- 0.15
- 0.2
- 0.25
1312. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয় –
- কোম্পানির আর্থিক অবস্থা ভালো থাকলে
- হিসাবকালের মাঝামাঝি সময়ে
- শেয়ার মূলধনের ওপর নির্দিষ্ট হারে
A,C
1313. কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থা ও ফলাফল প্রকাশ পায়?
- বিশদ আর্ন বিবরণী
- মালিকানাস্বত্ব বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
- আর্থিক বিবরণী
1314. বিশদ আর্ন বিবরণী হতে জানা যায় –
- মুনাফা জাতীয় আয়ের পরিমাণ
- মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ
- নিট লাভ বা ক্ষতি
A,B,C
1315. কোম্পানির মূলধনজাতীয় ব্যয় অবলোপনের জন্য কোনটি ব্যবহার করা যায়?
- শেয়ার বাট্টা
- শেয়ার মূলধন
- অবলেখকের কমিশন
- শেয়র অধিহার
1316. শেয়ার অধিহারকে আর্থিক অবস্থার বিবরণীর কোথায় দেখানো হয়?
- চলতি দায় অংশে
- ভবিষ্যৎ ব্যবস্থা ংশে
- সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশে
- চলতি সম্পদ অংশে
1317. তরফদার কোম্পানি লিমিটেড – এর রেওয়ামিলে তলবকৃত মূলধন ৪,০০,০০০ টাকা ও অনাদায়ী তলব বা বকেয়া তলব ২০,০০০ টাকা ছিল। শেয়ার মূলধনের উপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫ বছর পূর্বে কোম্পানির বিরুদ্ধে জনৈক শেয়ারহোল্ডার ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দাবির মামলায় চলতি বছর হিসাবকালের শেষ দিন আদালত ৩০,০০০ টাকা পরিশোধের নির্দেশ দেন।ঘোষণাকৃত লভ্যাংশ কত টাকা?
- ২০০০০ টাকা
- ৩৮০০০ টাাকা
- ৪০০০০ টাকা
- ৪২০০০ টাকা
1318. মামলার এটি তরফদার কোম্পানি লিমিটেড – এর আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব ফেলবে?
- সম্পদ ও দায়ের ওপর কোন প্রভাব পড়বে না
- সম্পদ হ্রাস পাবে ৩০০০০ টাকা এবং দায় হ্রাস পাবে ৩০০০০ টাকা
- দায় বৃদ্ধি পাবে ৩০০০০ টাকা এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব হ্রাস পাবে ৩০০০০ টাকা
- দায় বৃদ্ধি পাবে ৫০০০০ টাকা এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব হ্রাস পাবে ৫০০০০ টাকা
1319. ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়?
- চলতি দায়
- ভবিষ্যৎ ব্যবসথা
- উদ্বৃত্ত ও রিজার্ভ
- চলতি সম্পদ
1320. কোম্পানির আইনের কত ধারায় কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর ছকের উল্লেখ আছে?
- ১৮১ ধারা
- ১৯৩ ধারা
- ১৮৫ ধারা
- ১৯০ ধারা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 132"