
বাংলা সাহিত্য
1. পাঞ্জাবের উট চালকদের লোকগান থেকে টপ্পা গানের উৎপত্তি। রামনিধি গুপ্ত পাঞ্জাবের এই লোকগানের সাথে রাগের মিশ্রণ ঘটিয়ে নতুন ধরনের সঙ্গীতের প্রচলন করেন। ধীরে ধীরে তা জনপ্রিয় হয় এবং টপ্পা গান নামে পরিচিতি লাভ করে।
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-66
2. অন্নদাশঙ্কর রায় এম. এ. (1927) পড়া অবস্থায় আই.সি.এস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে এ গৌরব অর্জন করেন। ট্রেনিংয়ে দুই বছরের জন্য ইংল্যান্ড যান। ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই লিখেন ভ্রমণ কাহিনী “”পথে প্রবাসে”” । যেটি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সূত্র : শীকরের বাংলা সাহিত্য, পৃষ্ঠা-80
3. কবি হেলাল হাফিজ (1948-) এর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ (1986)। এ কাব্যের প্রথম কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ উনসত্তরের গণঅভ্যূত্থানের সময় লেখা। যার প্রথম দুটি লাইন “”এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।””
সূত্র : শীকর বাংলা সাহিত্য
আরো পড়ু্ন:
আন্তর্জাতিক দিবসসমূহ
অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 79 )
অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 81 )