
বিসিএস+ ব্যাংক+ নন ক্যাডার + নিবন্ধন
সেলিনা পারভীন
* সেলিনা পারভীন 1931 সালের 31 মার্চ বর্তমান ফেনী জেলার কল্যাণনগরে জন্ম গ্রহণ করেন।
* পিতৃদত্ত নাম ‘মনোয়ারা বেগম মনি’। 1954 সালে এফিডেভিট করে ‘সেলিনা পারভীন’ নাম গ্রহণ করেন ।
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেট্রনরূপে চাকুরী গ্রহণ করেন। পরে চাকুরী ছেড়ে দিয়ে ‘ললনা’ পত্রিকায় যোগদান করেন ।
* ‘শিলালিপি’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন। এতে স্বাধীনতার পক্ষে লেখা প্রকাশ করায় পাকিস্তানি ও তার দালালদের রোষাণলে পরেন।
* 1971 সালের 14 ডিসেম্বর সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোডের 115 নং বাড়ি থেকে আল বদর বাহিনী তাকে ধরে নিয়ে যায়। 18 ডিসেম্বর তার মৃতদেহ রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া যায়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-275
–
বাংলা সাহিত্যের জনক
*বাংলা গদ্য ছন্দের জনক=রবীন্দ্রনাথ ঠাকুর
*বাংলা মুক্ত ছন্দের=কাজী নজরুল ইসলাম
*বাংলা কবিতার=মধুসূধন দত্ত
*সনেটের=পেত্রার্ক
*বাংলা উপন্যাস=বক্মিমচন্দ্র
*ইংরেজী কবিতা=জিওফ্রে চসার
*বাংলা গদ্যের=ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সনেটের=মধুসূধন দত্ত
আরো পড়ুন:
বাংলা ভাষা ও সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিসিএস – প্রিলিমিনারি – বাংলা ভাষা ও সাহিত্য – অনুসর্গ
NTRCA শিক্ষক নিবন্ধন-সাধারণ জ্ঞান-বিশ্বের ভাষা, শিক্ষা, সাহিত্য ও সভ্যতা