শিশুমৃত্যু হ্রাসে সাফল্য
Success in lowering infant mortality
পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে।
Bangladesh has shown significant success in lowering the infant mortality rate in recent times.
গ্রাম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলেই দেশে শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সাফল্য এসেছে বলে জাতিসংঘ শিশু উন্নয়ন তহবিলের (ইউনিসেফ) ‘বিশ্ব শিশু পরিস্থিতি প্রতিবেদন ২০১৬’-তে উল্লেখ করা হয়েছে। নিঃসন্দেহে এটা উদ্দীপিত হওয়ার মতো একটি খবর।
According to UNICEF’s State of the World Children’s Report 2016, this was possible due to improvements in healthcare at the rural level.
This is inspiring.
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার ১৯৯০ সালে ছিল প্রতি হাজারে ১৪৪ জন। ২০১৫ সালে তা কমে হয়েছে ৩৮।
The report states that in 1990 the mortality rate of children under five years of age was 144 per every thousand. This dropped to 38 per thousand in 2015.
সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, ডায়রিয়া নিয়ন্ত্রণ এবং ভিটামিন ‘এ’ সম্পূরক ওষুধের সফল ব্যবহারের কারণে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে।
It was possible to achieve this due to successful vaccine programmes, control of diarrhea, and administering Vitamin A supplements.
এ ছাড়া গত দেড় দশকে বাংলাদেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হারও কমেছে উল্লেখযোগ্য হারে।
Over the past year, the mortality rate of children under one year of age also significantly fell in Bangladesh.
১৯৯০ সালে এ হার ছিল হাজারে ১০০। ২০১৫-তে এসে তা দাঁড়ায় ৩১-এ।
In 1990 it was 100 per thousand, in 2015 it came down to 31.
তবে বাংলাদেশের এই সাফল্যের খবরের পাশাপাশি প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারছি যে, বর্তমান চলমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে ২০৩০ সালের মধ্যে প্রতিরোধ করা যায় এমন রোগে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৬ কোটি ৯০ লাখ শিশুর মৃত্যু ঘটবে।এই শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরাও থাকবে।
However, alongside this success story, the report points out that if things continue as at present, by the year 2030 a total of 69 million under-five-year-olds will die due preventable diseases. And Bangladeshi children will also include there .
ফলে প্রতিরোধযোগ্য এই রোগগুলোর ব্যাপারে সতর্কতা ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
So precautionary measures must be taken against these preventable diseases.
অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা গেলে এই দিকটি বিবেচনায় নিতে হবে।
And If we want to keep the continuation of the success , we will have to consider the fact .
আমাদের দেশে দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর প্রধান কারণ জন্ম-পরবর্তী শ্বাসকষ্ট, কম ওজনের কারণে জন্মগত জটিলতা, সেপটিসেমিয়া, নিউমোনিয়া ও এনকেফেলাইটিস।
The most common causes of death of under-5 infants in Bangladesh are post-natal respiratory problems, congenital underweight complications, septicemia, pneumonia and encephalitis.
এ ছাড়া অপুষ্টির কারণেও এই বয়সের শিশুরা মারা যায়।
Malnutrition is another cause of infant death.
এসব শিশুর মৃত্যুরোধে নানা ধরনের সচেতনতা সৃষ্টির পাশাপাশি সার্বিক স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে হবে।
Along with creating awareness to prevent these deaths, the overall quality of healthcare must be improved.
পুষ্টি-সম্পর্কিত জ্ঞান সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশে এখন নবজাতকের মৃত্যুর হার হাজারে ২৩।
Nutrition awareness must be spread, especially in the villages. Neonatal deaths are Bangladesh is now 23 per thousand.
এই ২৩ সংখ্যাটা কিন্তু কম নয়। এদিকেও নজর দিতে হবে।
This is not an insignificant number. Attention must be paid to this
0 responses on "প্রথম আলো থেকে সংগৃহীত"