📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র |

Most rape victims are minors
অধিকাংশ ধর্ষণের শিকারী ছোটরা
Why are the rapists not caught?
কেন ধর্ষকদের ধরা হয় না ?
A study by this paper has found that 82 percent of rape victims are under the age of 20, many of them minors.
এক গবেষণায় দেখা গেছে যে ধর্ষণের শিকার ৮২ শতাংশ ২০ বয়সের নিচে েএবং তাদের মধ্যে অনেকেই অনেক ছোট।

More than half of the victims were schoolgirls who were raped on their way to or from school.
ধর্ষণের শিকার অর্ধেকের বেশি হল স্কুল বালিকা যেটি স্কুলে যেতে ও ফিরে আসার সময় পথে ধর্ষিত হয়।
About twenty-two percent were sexually abused at home.
প্রায় ২০% বাড়িতে সেক্সচুয়াল নির্যাতনের শিকার হয় ।
What is more alarming is that this research, based on The Daily Star news reports, reveals that around 80 percent of the rapists were known to the victims, neighbours or men who live in the same locality as the victims.
The Daily Star এর প্রতিবেদন অনুযায়ী গবেষণাটির আশঙ্কাজনক বিষয় হল প্রায় ৮০% ধর্ষক ধর্ষিত পরিচিত , প্রতিবেশি অথবা একই এলাকায় বাস করে।
It is therefore surprising that most of these perverts escape arrest and punishment.
আরো আশ্চর্যের বিষয় অধিকাংশ বিকৃত কামলালসাপূর্ণ ব্যক্তি গ্রেফতার হয় না এবং শাস্তি পায় না।

These findings allude to the fact, one that has been corroborated before by human rights organisations, that the arrest and conviction rates of rapists are very low.
ফলাফলগুলোতে একটি সত্যকে উল্লেখ করা হয়েছে যেটি পূর্বেব একটি মানবাধিকার সংগঠন সমর্থন করেছ তা হল ধর্ষকদের গ্রেফতার ও শাস্তি পাওয়ার হার খুব কম।
Those who are caught and arrested, often use their influence, to get bail or even go scot free through an out of court arrangement.
যারা ধরা পড়ে এবংগ্রেফতার করা হয় তারা প্রায়ই প্রভাব খাটিয়ে , জামিন নিয়ে অথবা কোর্টেকে ম্যানেজ করে অব্যাহতি পায়।
The victims and their families are often forced to make compromises because they are threatened with further repercussions if they pursue the case.
ভুক্তভোগী ও তাদের পরিবারকে প্রায়ই আপোষ করতে হয় কারণ কেস করলে তাদেরকে আরো নির্যাতনের হুমকি দেয়া হয়।
It is clear that despite a very stringent law against rape, especially of minors, loopholes in the legal system, and lack of support from the community, allow these rapists to escape punishment while the victim remains traumatised, sometimes for life.
এটি পরিষ্কার যে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন থাকার পরেও বিশেষত ছোট, আইনের ফাঁক ফোকর , এবং সম্প্রদায়ের সহায়তার অভাবে ধর্ষকদের শাস্তি হতে মুক্তি দিতে সহায়তা করে যেথায় ভুক্তভোগী ট্রুমাগ্রস্ত থাকে কখনো আত্মহত্যাও করে।
In a country that is committed to promoting the education of girl children, it is also crucial to ensure their physical safety and mental wellbeing.
একটি দেশ নারী শিশুদের শিক্ষার অগ্রগতির জন্য যেমন প্রতিশ্রুতিবদ্ধ , তেমনি তাদের শারীরিক নিরাপত্তা ও মানসিক কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ ।
The outrageous number of rapes of young girls is a wakeup call for the government, and the society as a whole, that we must take all measures possible, to protect our girls and women from sexual predators.
যুবতী বালিকাদের ধর্ষণের ভয়াণক সংখ্যা সরকার ও সামগ্রিকভাবে সমাজের জন্য অশনি সংকেত দেয় সুতরাং আমদের বালিকা ও নারীদের সেক্সচুয়াল নরপশুদের হাত থেকে রক্ষা করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved