📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 25 )

We are dismayed to see a continuous increase of prices of onions, gram, lentils and other essential food items.
পিয়াঁজ , ছোলা , মসুর এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অব্যাহতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা হতাশ ।

It is not new for the consumers of Bangladesh to suffer during the month of Ramadan, or any major festival, when a syndicate of hoarders and retailers push up prices of certain fast moving food items for no reason at all.
রোজা কিংবা অন্য যেকোন উত্সবের সময় মজুদদার ও খুচরা ব্যবসায়ীদের একটি চক্র রোজার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কোন কারণ ছাড়ায় বৃদ্ধি করে ফলে বাংলাদেশের সাধারণ ভোক্তারা যে ভোগান্তির শিকার হয় তা নতুন কিছু নয়।

What is really new, however, is that the unholy trend has started almost a month before the holy month of fasting commences.
যাহোক ,রোজা শুরুর প্রায় এক মাস আগে এবার নতুন করে এই অসাধু প্রবৃত্তি দেখা দিয়েছে।

Any excuse of shortage in supply or stock flies in the face of available data confirmed by the relevant government authorities.
সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের প্রদত্ত তথ্য হতে দেখা যায় যোগান ও মজুদের স্বল্পতা
হওয়ার কোন কারণ নাই ।

The commerce minister has also assured that the current stocks of sugar, lentil, onion, soybean and other essential items would be sufficient to meet the increased demand during Ramadan.
বাণিজ্য মন্ত্রী আরো নিশ্চিত করেছেন যে চিনি, মসুর , পিঁয়াজ , সয়াবিন এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বর্তমানে যে পরিমাণ মজুদ আছে তা আসন্ন রমজানের বর্ধিত চাহিদা পূরণ করতে পারবে।

Therefore, any arbitrary price hike is totally unjustified, and only for excessive profiteering.
সুতরাং দ্রব্য মূল্য বৃদ্ধির যেকোন টালবাহানা সম্পূর্ণ অবিচার এবং শুধু অতিরিক্ত মুনাফা আদায়ের উদ্দেশ্য বলে মনে হচ্ছে।
.
We urge the government to intensify monitoring of the markets by employing special teams led by magistrates, and take stern action against the unscrupulous hoarders and retailers.
ভ্রাম্যমান আদালতের দ্বারা বাজারগুলোর তদারকি বৃদ্ধি করা এবং অসাধু মজুদদার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারকে আহ্বান জানায় ।

We also fail to understand why the TCB (Trading Corporation Bangladesh) is operating virtually as a toothless body.
আমরা বুঝতেও পারছিনা যে কেন TCB একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে.
The government should strengthen TCB to its full capacity so that it can effectively curb price manipulation through timely intervention.
TCB যাতে সময়মতো হস্তক্ষেপ করে দ্রব্য মূল্যের টালবাহানা কার্যকরভাবে দূর করতে পারে সেজন্য সরকারের উচিত তাদের পূর্ণাঙ্গভাবে শক্তিশালী করা ।

We hope the government’s repeated assurances of maintaining stability of food prices during Ramadan would be immediately translated into action.
রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়নে সরকার প্রদত্ত পুন:নিশ্চয়তা
অতিসত্বর কাজে পরিণত হবে বলে আমরা আশা করি।

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 25 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved