এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ৬: গদ্য – আম আঁটির ভেঁপু
১.
বিভূতিভূষণ কত সালে এন্ট্রান্স পাস করেন?
Ο ক)
১৯১০
Ο খ)
১৯১২
Ο গ)
১৯১৩
Ο ঘ)
১৯১৪
সঠিক উত্তর: (ঘ)
২.
হরহর কয় মাস অন্তর বেতন পায়?
Ο ক)
চার-পাঁচ মাস
Ο খ)
তিন-চার মাস
Ο গ)
এক-দুই মাস
Ο ঘ)
দুই-তিন মাস
সঠিক উত্তর: (ঘ)
৩.
দুর্গা পটলিদের বাগানে সিঁদুরকৌটার তলার আম কুড়িয়ে এনেছিল –
i. নিজেদের গাছ নেই বলে
ii. আম খাওয়ার লোভে
iii. অন্যের সর্বনাশের আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪.
মিলি বাইরে থেকে বাড়ির দরজায় এলো, তবে মা থাকায় বাড়িতে ঢুকতে পারল না। দুর্গার যে বৈশিষ্ট্য মিলির মধ্যে লক্ষ করা যায় –
i. মাকে ভয় পায়
ii. মাকে ফাঁকি দেয়
iii. মাকে সমীহ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫.
অনেকদিন হরিহর রায়ের বাড়িটি –
Ο ক)
রং করা হয় নি
Ο খ)
চাল দেওয়া হয় নি
Ο গ)
মেরামত করা হয় নি
Ο ঘ)
বেড়া দেওয়া হয় নি
সঠিক উত্তর: (গ)
৬.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক)
১৮৯৩ সালে
Ο খ)
১৮৯৪ সালে
Ο গ)
১৮৯৫ সালে
Ο ঘ)
১৮৯৬ সালে
সঠিক উত্তর: (খ)
৭.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক)
বিষ্ণুপুর
Ο খ)
শিবপুর
Ο গ)
মুরারিপুর
Ο ঘ)
হরিপুর
সঠিক উত্তর: (গ)
৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল?
Ο ক)
ওকালতি
Ο খ)
চিকিৎসা করা
Ο গ)
শিক্ষকতা
Ο ঘ)
সাংবাদিকতা
সঠিক উত্তর: (গ)
৯.
মাতবর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কী বলে?
Ο ক)
দাদাঠাকুর
Ο খ)
দাদামশাই
Ο গ)
ঠাকুর মশাই
Ο ঘ)
পুরহিত দাদা
সঠিক উত্তর: (ক)
১০.
কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রান্স পাস করেন?
Ο ক)
বনগ্রাম
Ο খ)
চৌদ্দগ্রাম
Ο গ)
বনপাড়া
Ο ঘ)
মুরারিপুর
সঠিক উত্তর: (ক)
১১.
টেলিভিশনের পরিত্যক্ত বাক্সটি মোহনের সমস্ত খেলনা রাখার স্থান। অপুর সঙ্গে মোহন একাত্ম হয় যে দৃষ্টিকোণ থেকে –
i. খাপরার কুচি
ii. ছোট টিনের বাক্স
iii. বাক্সের সমুদয় তার সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২.
কাঁকুড়তলির আম এনে জারাবে কে?
Ο ক)
সর্বজয়া
Ο খ)
দুর্গা
Ο গ)
স্বর্ণ
Ο ঘ)
অপু
সঠিক উত্তর: (খ)
১৩.
‘সে বাঁদর কোথায়?’ – এখানে কাকে ‘বাঁদর’ বলা হয়েছে?
Ο ক)
দুর্গাকে
Ο খ)
অপুকে
Ο গ)
গোয়ালিনীকে
Ο ঘ)
ভৃত্যকে
সঠিক উত্তর: (খ)
১৪.
মাতবর গোছের লোকটির গাঁয়ে কী নেই?
Ο ক)
হরিজন নেই
Ο খ)
নমশ্রূদ্র নেই
Ο গ)
বামুন নেই
Ο ঘ)
কায়স্ত নেই
সঠিক উত্তর: (গ)
১৫.
দুর্গার বয়স কত?
Ο ক)
নয়-দশ বছর
Ο খ)
দশ-এগারো বছর
Ο গ)
এগারো-বারো বছর
Ο ঘ)
বারো-তেরো বছর
সঠিক উত্তর: (খ)
১৬.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাশ করেন?
Ο ক)
দশগ্রাম স্কুল
Ο খ)
বনগ্রাম স্কুল
Ο গ)
পঞ্চগ্রাম স্কুল
Ο ঘ)
দেবীগ্রাম স্কুল
সঠিক উত্তর: (খ)
১৭.
দুর্গার মাথার চুল কী রকম?
Ο ক)
রুক্ষ
Ο খ)
ভেজা
Ο গ)
ছোট
Ο ঘ)
বড়
সঠিক উত্তর: (ক)
১৮.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়া মাতৃমূর্তি উদ্ভাসিত হয় যে ঘটনায় –
i. সন্তানদের সম্পর্কে উদ্বিগ্নতা
ii. দুর্গার দুরন্তপনা মেনে নেওয়া
iii. সন্তানদের খোঁজখবর রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯.
দুর্গার বয়স কত হলো?
Ο ক)
নয়-দশ
Ο খ)
দশ-এগারো
Ο গ)
এগারো-বারো
Ο ঘ)
বারো-তেরো
সঠিক উত্তর: (খ)
২০.
ঝিলিক এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে বাইরে দৌড়ে গেল। ঝিলিকের এ বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ –
i. দুরন্তপনা
ii. প্রকৃতিপ্রেম
iii. উচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১.
সর্বজয়া হরিহরকে দশঘরায় গিয়ে বসবাস করতে অনুপ্রাণিত করেছে। কারণ –
i. হরিহরের অভাব দূর হবে
ii. হরিহর আর্থিক সুবিধা পাবে
iii. হরিহর সম্মানের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২.
অপু ও দুর্গার জীবন প্রকৃতি ঘনিষ্ঠ হওয়ার কারণ –
i. তারা প্রকৃতির কোলে মানুষ
ii. প্রকৃতিই তাদের জীবনীশক্তি
iii. প্রকৃতিতে তাদের বাঁচার প্রেরণা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩.
গ্রাম ছাড়ার ব্যাপারে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল?
Ο ক)
ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে
Ο খ)
মজুমদার মহাশয়ের সঙ্গে
Ο গ)
আচর্য মহাশয়ের সঙ্গে
Ο ঘ)
সরকার মহাশয়ের সঙ্গে
সঠিক উত্তর: (খ)
২৪.
অপু বাড়ি কাপড়ে তেল ছোঁবে না কেন?
Ο ক)
মা মারবে বলে
Ο খ)
তেল ঘরে বাড়ন্ত বলে
Ο গ)
এটি কুসংস্কার বলে
Ο ঘ)
তেল অপচয় হবে বলে
সঠিক উত্তর: (ক)
২৫.
দুর্গাদের বাড়ির চারদিকে –
Ο ক)
ফুলের বাগান
Ο খ)
ফলের বাগান
Ο গ)
জঙ্গল
Ο ঘ)
পানি
সঠিক উত্তর: (গ)
২৬.
‘আম আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার উপর নির্ভর করতে হয়?
Ο ক)
পাঁচ টাকা
Ο খ)
ছয় টাকা
Ο গ)
সাত টাকা
Ο ঘ)
আট টাকা
সঠিক উত্তর: (ঘ)
২৭.
গলার সুর নিচু করে দুর্গা অপুর কাছ থেকে কী জানতে চাইল?
Ο ক)
অপু এগুলো খাবে কি না
Ο খ)
মা ঘাট থেকে ফিরেছে কি না
Ο গ)
বাবা ঘুমাচ্ছে কি না
Ο ঘ)
পিসি বসে আছে কি না
সঠিক উত্তর: (খ)
২৮.
সর্বজয়া কিসের বাটি হাতে দাঁড়িয়ে ছিল?
Ο ক)
ডালের
Ο খ)
চালের
Ο গ)
তিলের
Ο ঘ)
ধানের
সঠিক উত্তর: (ক)
২৯.
কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেন?
Ο ক)
পথের পাঁচালী
Ο খ)
আরণ্যক
Ο গ)
ইছামতি
Ο ঘ)
দৃষ্টিপ্রদীপ
সঠিক উত্তর: (গ)
৩০.
অপু ও দুর্গার মা তক্তার উপর কী রেখে দেয়?
Ο ক)
তেল
Ο খ)
লঙ্কা
Ο গ)
মসলা
Ο ঘ)
ক্ষার
সঠিক উত্তর: (খ)
৩১.
‘আম অাঁটির ভেঁপু’র কাহিনীর সূচনালগ্নে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে?
Ο ক)
পাঁচ-ছয়টা
Ο খ)
ছয়টা-সাতটা
Ο গ)
সাতটা-আটটা
Ο ঘ)
আটটা-নয়টা
সঠিক উত্তর: (ঘ)
৩২.
হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন?
Ο ক)
লোকটি অন্য জাতের তাই
Ο খ)
লোকটির জাত নেই তাই
Ο গ)
লোকটি নিচু জাতের তাই
Ο ঘ)
লোকটি নিষেধ করেছে তাই
সঠিক উত্তর: (গ)
৩৩.
কত সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আই.এ পাস করেন?
Ο ক)
১৯১২ সালে
Ο খ)
১৯১৩ সালে
Ο গ)
১৯১৪ সালে
Ο ঘ)
১৯১৫ সালে
সঠিক উত্তর: (গ)
৩৪.
মৌ বাইরে থেকে এসে মা-বাবার সামনে দিয়ে যেতে ভয় পায়। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে –
i. অপরাধবোধ
ii. কারুরুষতা
iii. সাহসের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫.
‘তা হোক সে সদগোপ, দাও গিয়ে দিয়ে’ সর্বজয়ার একথা বলার কারণ –
i. সর্বজয়া দারিদ্র্যের কশাঘাতে ক্লান্ত
ii. সর্বজয়া অপরের সম্মান পেতে চায়
iii. এত করে অনুরোধ করেছে তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬.
‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
Ο ক)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ο খ)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ)
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο ঘ)
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: (ক)
৩৭.
দুর্গা রড়া ফলের বিচিগুলো কোথায় রাখবে?
Ο ক)
কাঠের বাক্সে
Ο খ)
টিনের বাক্সে
Ο গ)
পুতুলের বাক্সে
Ο ঘ)
লোহার বাক্সে
সঠিক উত্তর: (খ)
৩৮.
দুর্গার মুখে – ‘অপু-অপু’ ডাক ভেসে এল –
Ο ক)
কাঁঠালতলা থেকে
Ο খ)
জামতলা থেকে
Ο গ)
বকুলতলা থেকে
Ο ঘ)
তেতুঁলতলা থেকে
সঠিক উত্তর: (ক)
৩৯.
দুর্গা কী ভেবে আবার বাড়ির বাইরে চলে গেল?
Ο ক)
রড়া ফলের বিচি কুড়াবে বলে
Ο খ)
আম তলায় আম কুড়াবে বলে
Ο গ)
বাড়িতে ভালো লাগে না
Ο ঘ)
প্রকৃতির মধ্যে থাকতে চায় বলে
সঠিক উত্তর: (খ)
৪০.
হরিহর রায়ের বাড়ির জানালা কপাট কী দিয়ে বাঁধা?
Ο ক)
শক্ত তার দিয়ে
Ο খ)
শক্ত জাল দিয়ে
Ο গ)
পাটের দড়ি দিয়ে
Ο ঘ)
নারিকেলের দড়ি দিয়ে
সঠিক উত্তর: (ঘ)
৪১.
মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পারে নি কারণ –
i. আমে মুখ ভর্তি ছিল
ii. তাদের ইচ্ছা ছিল না
iii. উত্তরের সুযোগ ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪২.
‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহরের ক্ষেত্রে যে এটি সমর্থনযোগ্য –
i. দরিদ্র
ii. উচ্চবংশীয়
iii. অকর্মা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩.
অপুর পিস্তলের দাম কত ছিল?
Ο ক)
দু পয়সা
Ο খ)
চার পয়সা
Ο গ)
পাঁচ পয়সা
Ο ঘ)
সাত পয়সা
সঠিক উত্তর: (ক)
৪৪.
অপু লক্ষ্মীর চুপরির কড়িগুলো লুকিয়ে ফেলল –
Ο ক)
সিঁধেল চোরের মতো
Ο খ)
কলের পুতুলের মতো
Ο গ)
সুবোধ বালকের মতো
Ο ঘ)
ধূর্ত শেয়ালের মতো
সঠিক উত্তর: (খ)
৪৫.
‘তুই অতগুলো খাবি দিদি?’ এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
Ο ক)
দুর্গা অনেক বেশি খাচ্ছে
Ο খ)
দুর্গা তাকে কম দিয়েছে
Ο গ)
অপুর মনে খাবার ইচ্ছা তীব্র
Ο ঘ)
অপু নিজেকে বঞ্চিত ভেবেছে
সঠিক উত্তর: (খ)
৪৬.
পটলিদের ডোবার ধারের আমগাছটার গুটি কখন ঝরে পড়ে?
Ο ক)
সুর্যোদয়ের সময়
Ο খ)
সকালের রোদে
Ο গ)
দুপুরের রোদে
Ο ঘ)
সূর্যাস্তের সময়
সঠিক উত্তর: (গ)
৪৭.
উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
Ο ক)
আমতলা
Ο খ)
বটতলা
Ο গ)
কাঁঠালতলা
Ο ঘ)
জামতলা
সঠিক উত্তর: (গ)
৪৮.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক)
৪ঠা সেপ্টেম্বর
Ο খ)
৩রা সেপ্টেম্বর
Ο গ)
২রা সেপ্টেম্বর
Ο ঘ)
১লা সেপ্টেম্বর
সঠিক উত্তর: (ঘ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
পরিশ্রমের কারণে রঘুনাথপুরের কৃষকদের অবস্থার পরিবর্তন হয়েছে। তাদের প্রত্যেকের এখন নিজস্ব জমি-জমা আছে। তাছাড়া গোলাভর্তি ধান ও গোয়ালে গরুও আছে। তারা পরিশ্রম দিয়েই আজ তাদের অবস্থার উন্নতি সাধন করেছে।
৪৯.
উদ্দীপকে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক)
দশঘরার মানুষের স্বচ্ছলতা
Ο খ)
হরিহরের উন্নতির ইঙ্গিত
Ο গ)
চাষাদের আর্থিক উন্নতি
Ο ঘ)
মাতবর লোকটির অবস্থান
সঠিক উত্তর: (গ)
৫০.
উক্ত দিকটি সমাজকে পরিবর্তন করতে পারে –
Ο ক)
শ্রেণিবৈষম্য দূর করে
Ο খ)
দৃষ্টিভঙ্গি প্রসার করে
Ο গ)
বাস্তবকে তুলে ধরে
Ο ঘ)
ভদ্রলোককে পথে নামিয়ে
সঠিক উত্তর: (ক)
0 responses on "এসএসসি পড়ালেখা || বাংলা ১মপত্র অধ্যায় - ৬: গদ্য - আম আঁটির ভেঁপু"