এজেন্ট সেন্টারের নাম:
বি.টি. ইনস্টিটিউট
ঠিকানা:খোরশেদ মার্কেট, মরিচ হাটা গলি ৩য় তলা, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি, চট্টগ্রাম।
নাম: Shoukat Hossen
পদবী:Director
Email: [email protected]
জেলা: Chittagong
ফেসবুক:facebook.com/btinstitut/
ওয়েবসাইট:
0বয়স
0 কর্মচারী সংখ্যা
0সর্বমোট কম্পিউটার
0প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী
কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস করবেন:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। এজন্য, ইশিখন কোর্স রেজিস্ট্রেশন করার পর উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। তবে এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার এবং তত্ত্বাবধান বাবৎ তাদের ফি প্রদান করতে হবে।
প্রতিটি কোর্সের জন্য এজেন্টদের ২০০০ থেকে ৪০০০ টাকা প্রদান করতে হবে। আমাদের এজেন্ট সেন্টারসমূহ এবং কোর্স ফি দেখুন এখানে । তবে যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন রয়েছে, তাঁরা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান করে ঘরে বসেই কোর্স শেষ করতে পারবেন।
কিভাবে ক্লাস হবে:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। সেখানে সব শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটার এবং ইন্টারনেট থাকবে। শিক্ষার্থীরা ক্লাস সময়ে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। উক্ত প্রতিষ্ঠানের এজেন্টরা ক্লাসে অংশগ্রহণ এবং যেকোন সমস্যায় পড়লে সেটা সমাধান করে দিবেন।
ইশিখনের স্বনামধন্য শিক্ষকগণ ঢাকা থেকে অনলাইনে ক্লাস করাবেন। উক্ত ক্লাস, শিক্ষকের কম্পিউটার স্ক্রিন আপনার কম্পিউটারে দেখা যাবে, কোন কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আপনি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন। ক্লাসের দিন কিংবা পরদিন ২ ঘন্টা আপনি প্রাকটিজ করার সুযোগ পাবেন।
বিশেষ সুবিধা সমুহ:
মাত্র ১ বছরের মধ্যে আমরা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। বিগত ১ বছরে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ১০,০০০+ (দশ হাজার) শিক্ষার্থী। বিগত এক বছরে ইশিখন থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ৬০০০ (ছয় হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও সফ্টওয়্যার কম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অফলাইনের চেয়েও সহজে ও দ্রুত ক্লাস করার সুবিধা, না বুঝলে তাৎক্ষনিক শিক্ষকে প্রশ্ন করার সুবিধা, ক্লাসের মাঝে প্রাইভেট চ্যাট এবং রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় বর্তমানে অফলাইন বাদ দিয়ে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আগ্রহী। নিচে আরো সুবিধা সমূহ দেওয়া হল:
ঢাকার স্বনামধন্য, দক্ষ ও পেশাদার অনলাইন প্রফেশনাল, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা কর্তৃক ক্লাস।
দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও ঢাকার স্বনামধন্য শিক্ষকের অধীনে ক্লাস করার সুযোগ পাবেন।লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও ক্লাসে আলোচিত ফাইল সমুহ ডাউনলোড করে দেখতে পারবেন।
ক্লাসে শিক্ষককে সরাসরি প্রশ্ন, শিক্ষার্থীরা নিজেদের কম্পিউটারে কোন সফ্টওয়্যার ইন্সটল করতে না পারলে শিক্ষক, শিক্ষার্থীদের কম্পিউটারে ঢুকে সেটা ইন্সটলও করতে দিতে পারবেন।
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া।
প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন, মডেল টেস্ট, অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলোচনা ও সমস্যা সমাধান।
প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
কোর্স শেষে সার্টিফিকেট
লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সাপোর্ট এর জন্য রয়েছে ২৪/৭ ঘন্টা, কল সেন্টার। ফোন সাপোর্ট, মেসেঞ্জার সাপোর্ট, ইমেইল সাপোর্ট।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন/অংশ নিবেন:
আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম কোন ফর্মপুরণের মত নয়, আমাদের কোর্সের মধ্যে মুল ফি দেখালেও আপনি “Enroll Now” তে ক্লিক করে পরের পাতায় “Apply Coupon” ঘরে pro-offer লিখলে শুধু রেজিস্ট্রেশন ফি দেখাবে।
প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে লাইভ কোর্স থেকে আপনার পছন্দের কোর্সটির উপর ক্লিক করতে হবে।
উক্ত কোর্স পেইজের নিচের দিকে গেলে চলতি ব্যাচ সমুহ, উক্ত ব্যাচের কবে ক্লাস, কি কি বার, কয়টার সময় সব বিস্তারিত দেওয়া আছে। কোর্সে অংশ নিতে ওই ব্যাচের ডানদিকে “Enroll Now” বাটনে ক্লিক কর।“Enroll Now” বাটনে ক্লিক করার পর আপনাকে চেকআউট পাতায় নিয়ে যাবে, সেখানে আপনার নাম, ফোন নংসহ বিস্তারিত লিখে নিচের দিকে “Place Order” বাটনে ক্লিক করলেই আপনার আবেদন/রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর পরবর্তী করণীয়, ফি পাঠানোর নিয়ম ওখানেই দেখতে পাবেন এবং ইমেইলে চলে যাবে। আরো বিস্তারিত উপরের ভিডিওটি দেখুন।