173 ব্যাচের সার্টিফিকেট আগামী মার্চে দেওয়া হবে, সকল শিক্ষার্থীদের ইশিখন প্রোফাইলে নিজ নিজ ছবি দেওয়ার অনুরোধ করা হচ্ছে

নোটিশ

আস্সালামুআলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী মার্চে 173 ব্যাচের সার্টিফিকেট প্রদান করা হবে। আপনাদের নিজ নিজ কোর্সের উপর একটি মডেল টেস্ট হবে। এরপর ক্লাসে উপস্থিতি, এসাইনমেন্ট জমা ইত্যাদির উপর ভিত্তি করে আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে। এই সময়ের মধ্যে আপনার নিজ নিজ কোর্সের উপর আরো অনুশীলন, পোর্টফলিও ইত্যাদির তৈরি করে নিজেদের প্রস্তুত করার সময় পাবেন। সার্টিফিকেট এ আমরা শিক্ষার্থীদের ছবিসহ দিবো।  এজন্য সকল শিক্ষার্থীকে ইশিখন.কম প্রোফাইলে নিজ নিজ ছবি রাখারও অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যারা প্রোফাইলে নিজের আসল নাম দেন নি, তাদের নিজ নিজ এনআইডি কার্ডের নাম দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

 

আরও পড়ুনঃ

ইশিখন হোস্টিং এ 75% ডিস্কাউন্ট

দশ হাজার শিক্ষার্থীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছে ইশিখন

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline