
১. ‘রজক’ এর স্ত্রী লিঙ্গ_ক. রজকিনী খ. মহিলা রজকগ. রজকা ঘ. রজকী২. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?ক. সমার্থে খ. বৃহদার্থেগ. ক্ষুদ্রার্থে ঘ. বিপরীতার্থে৩. লিঙ্গান্তর হয় না এমন শব্দ_ক. সতীন খ. বেয়াইগ. বন্ধু ঘ. ঠাকুর৪. ‘গণকবর’ শব্দে ‘গণ’ কথাটি ব্যবহূত হয়েছে_ক. সাধারণ অর্থেখ. বহুবচন অর্থেগ. মানুষ অর্থে ঘ. বিশেষ অর্থে৫. খাঁটি বাংলা উপসর্গ এর সংখ্যা_ক. ২২ খ. ২৩ গ. ১৯ ঘ. ২১৬. কোনটি তৎসম উপসর্গ নয়?ক. অভি ঘ. অব গ. সু ঘ. প্র৭. মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কী?ক. মেধা+আবী খ. মেধা+বিনগ. মেধা+ইন ঘ. মেধ+আবী৮. প্রত্যয়ঘটিত শব্দ_ক. দুরন্ত খ. বসন্তগ. ডুবন্ত ঘ. অনন্ত৯. কোনটি নিত্য সমাস?ক. পঞ্চনদ খ. বেয়াদবগ. দেশান্তর ঘ. পদ্মনাভ১০. ‘উপাচার্য’ শব্দটি কোন সমাস সাধিত?ক. উপপদ তৎপুরুষখ. অলুক তৎপুরুষগ. বহুব্রীহি ঘ. প্রাদি তৎপুরুষ১১. ‘উড়োজাহাজ’ কোন সমাস?ক. বহুব্রীহি খ. কর্মধারয়গ. দ্বন্দ্ব ঘ. তৎপুরুষ১২. ‘বিশ্ববিদ্যালয়’ এর ব্যাসবাক্য কি?ক. বিশ্বের বিদ্যালয়খ. বিশ্ববিদ্যার আলয়গ. বিশ্বস্ত আলয় ঘ. বিশ্বরূপ আলয়১৩. ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ_ক. পানি খ. বাতাসগ. মাটি ঘ. মরূদ্যান১৪. বসুমতী শব্দটির সমার্থক শব্দ_ক. ধরিত্রী খ. ফুল গ. গিরি ঘ. কানন১৫. ‘কোকিল’ এর সঠিক প্রতিশব্দ কোনটি?ক. পিউ খ. পরভৃতগ. পাবক ঘ. অংশু১৬. ‘নীর’ শব্দের প্রতিশব্দ কোনটি?ক. পাখির বাসা খ. জলগ. মেঘ ঘ. চুল১৭. ‘গিরি নিঃগ্রাব’ শব্দের অর্থক. পর্বত খ. নদীগ. বাতাস ঘ. আগুন১৮. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?ক. অস্বীকার খ. মিথ্যাগ. প্রলাপ ঘ. অসদালাপআনোয়ার হোসেন
উত্তর : ১.ঘ ২.গ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ।
উত্তর : ১.ঘ ২.গ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ।
আরো পড়ুন: