
৩৮ তম বিসিএসে রেকর্ড সংখ্যক ৩ লাখ ৮৯ হাজার প্রার্থী আবেদন করলেও শেষ দিকে এসে আর টাকা জমা দেন নি ৪২ হাজার চাকুরী প্রার্থী।
ফলে প্রার্থী সংখ্যা কমে দাঁড়ায় ৩ লাখ ৪৭ হাজারে।
বেশ কিছু সংবাদ মাধ্যমে টাকা জমা দেয়ার শেষদিনের আগেই প্রচার করা হয় রেকর্ড সংখক আবেদন হয়েছে ৩৮ তম বিসিএসে।
যার ফলে তুলনামূলক কম আত্মবিশ্বাসী চাকুরীপ্রার্থী ৭০০ টাকা দিয়ে আর আবেদনের ঝুঁকি নিতে চাননি।
ফলে প্রাক বাছাইয়ের আগেই প্রার্থী সংখ্যা এক ধাক্কায় ৪২ হাজার কমে গেছে।
এ নিয়ে ঢাকা শহরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ঘুরে চাকরিপ্রার্থীদের অভিমত নেওয়া হয়েছে। যেখানে বেশির ভাগই বলেছেন,
– প্রায় ৪ লাখ প্রার্থীর মধ্যে প্রিলামিনারী টিকাতে পারে বড় জোড় ১০ হাজার (পূর্বানুমান বিগত ৩৫/৩৬/৩৭ দেখে)।
তাই তীব্র প্রতিযোগীতা আন্দাজ করতে পেরে অনেকেই আর সাহস করে আবেদন করেন নি।
আরো পড়ুন: