৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পরীক্ষা
সাবজেক্ট ফাইনাল
পূর্ণমানঃ১০০
সময়ঃ১ ঘণ্টা
১.””কপটিক”” কাদের ভাষা ছিল?
ক)আর্য
খ)মিশরীয়
গ)সুমেরীয়
ঘ)কোনটায় নয়
২.কত শতকে আর্যদের বর্ণমালার সন্ধান পাওয়া যায়?
ক)দ্বিতীয়
খ)তৃতীয়
গ)চতুর্থ
ঘ)পঞ্চম
৩.বাংলা লিপির সুসংগঠন কোন আমলে
হয়?
ক)পাল রাজাদের সময়
খ)সেন রাজাদের সময়
গ)অশকের সময়
ঘ)কোনটায় নয়
৪.আর্য ভাষা থেকে কয়টি ভাষার উৎপত্তি হয়?
ক)৬
খ)৭
গ)৮
ঘ)১০
৫.ব্রজবুলি কোন ধারনের ভাষা?
ক)কৃত্রিম ভাষা
খ)অকৃত্রিম ভাষা
গ)প্রাকৃতিক ভাষা
ঘ)কোনটায় নয়
৬.বাংলাভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
ক)অপভ্রংশ
খ)মাগধি
গ)প্রাকৃত
ঘ)আর্য
৭.আনুমানিক কত শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়?
ক)অষ্টম শতাব্দী
খ)নবম শতাব্দী
গ)দশম শতাব্দী
ঘ)উনবিংশ শতাব্দী
৮.১৯৯৩ সালের হিসাব অনুসারে বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
ক)দ্বিতীয়
খ)তৃতীয়
গ)চতুর্থ
ঘ)পঞ্চম
৯.অবিভক্ত ভারতে ১২৫টি ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান কততম ছিল?
ক)প্রথম
খ)দ্বিতীয়
গ)তৃতীয়
ঘ)চতুর্থ
১০.লৈখিক ভাষা কত প্রকার?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫
১১.কোনগুলো তালব্য বর্ণ?
ক)চ,ছ
খ)ক,ট
গ)ম,প
ঘ)হ,ন
১২.””ঐ”” কোন ধারনের ধ্বনি?
ক)যৌগিক
খ)মৌলিক
গ)স্বর্
ঘ)কোনটায় নয়
১৩.বাংলা বর্ণ মালায় মোট বর্ণের সংখা কয়টি?
ক)৩০টি
খ)৪০টি
গ)৪৮টি
ঘ)৫০ টি
১৪.ব্যঞ্জনববর্ণে মাএাহীন বর্ণের সংখা কয়টি?
ক)৪ টি
খ)৫ টি
গ)৬ টি
ঘ)৭ টি
১৫.মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৭টি
খ)৮ টি
গ)৯ টি
ঘ)১০ টি
১৬.স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ কে বলা হয়?
ক)কার
খ)ফলা
গ)আকার
ঘ)কোনটায় নয়
১৭.কোনটি নিলীন বর্ণ?
ক)ক
খ)খ
গ)অ
ঘ)চ
১৮.বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
ক)৩৫ টি
খ)৩৬টি
গ)৩৭ টি
ঘ)৩৯ টি
১৯.বাংলা স্বরবর্ণ কয়টি?
ক)৩৯ টি
খ)৫০ টি
গ)১১ টি
ঘ)৭ টি
২০.তাড়নজাত ধ্বনি কোনগুলো?
ক)ক,খ,
খ)ট,চ
গ)ড়,ঢ
ঘ)প,ম
২১।প্রত্যয় কত প্রকার?
ক.৩
খ.৫
গ.২
ঘ.৪
২২।প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক.+
খ.-
গ.৳
ঘ.√
২৩।কোনটি সঠিক কৃৎ প্রত্যয়?
ক.কৃ+তব্য
খ.কর্+তব্য
গ.করি+তব্য
ঘ.কার+তব্য
২৪।ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক.ন
খ.ন্ন
গ.ণ
ঘ.ণ্য
২৫।কোন জাতীয় শব্দে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না?
ক.দেশী
খ.তদ্ভব
গ.বিদেশী
ঘ.সবগুলোই
২৬।’বাঙ্গাল’ শব্দের প্রকৃতি প্রত্যয় হবে?
ক.বং+আল
খ.বঙ্গ+আল
গ.বাংগা
ঘ.সুতা
২৭।’চালক’ শব্দের প্রত্যয় কোনটি?
ক.√চাল+ইক
খ.√চালি+ইক
গ.√চাল+অক
ঘ.√চালক+ইক
২৮।’বধ’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক.√বধ্+অল
খ.√হন্+অল
গ.√বধ্+অল
ঘ.√হন্+ত
২৯।ণত্ব বিধান অনুসারে কোন বানানটি ঠিক?
ক.বাণী
খ.কনিকা
গ.গৌন
ঘ.আপোন
৩০।ণত্ব বিধানে কোন্ ধরনের শব্দ প্রযোজ্য?
ক.বিদেশি
খ.দেশি
গ.তৎসম
ঘ.তদ্ভব
৩১।কোনটিতে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
ক.ভাষা
খ.পৌষ
গ.মানুষ
ঘ.সবগুলো
৩২।প্রত্যয়োজাত শব্দ কোনটি?
ক.তেপায়া
খ.লালচে
গ.অপয়া
ঘ.অতীত
৩৩।বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক.বাঁদরামি
খ.অংশীদার
গ.কর্ত্যব্য
ঘ.বাছাই
৩৪।’বিকৃতি’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক.বিকৃ+ইত
খ.বিকার+ইত
গ.বি+কৃত
ঘ.বি-কৃ+ত
৩৫।কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
ক.জীবন
খ.জীবনী
গ.জীবিকা
ঘ.জীবাণ
৩৬।শুদ্ধ বানান –
ক.পিপিলিকা
খ.পিপীলিকা
গ.পীপিলিকা
ঘ.পিপিলীকা
৩৭।সমাস শব্দের অর্থ কি?
ক.সংযোজন
খ.বিশ্লেষণ
গ.সংশ্লেষণ
ঘ.সংক্ষেপন
৩৮.যে যে পদে সমাস হয় তাদেরকে প্রত্যেকটিকে কি বলে?
ক.সমস্যমান পদ
খ.সমস্ত পদ
গ.উত্তর পদ
ঘ.পূর্বপদ
৩৯.সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক.আরবি
খ.ফারসি
গ.সংস্কৃত
ঘ.ইংরেজী
৪০.“ভাই বোন” কোন ধরনের দ্বন্দ্ব সমাস?
ক.সমার্থক
খ.মিলনাত্মক
গ.অলুক
ঘ.বিপরীতার্থক
৪১.“চাঁদের মত মুখ=চাঁদ মুখ কোন সমাসের উদাহরণ?
ক.উপমিত কর্মধারয়
খ.উপমান কর্মধারয়
গ.মধ্যপদলোপী কর্মধারয়
ঘ.বহৃব্রীহি
৪২.“লাঠা লাঠি” এটি কোন সমাস?
ক.প্রাদি সমাস
খ.ব্যতিহার বহুব্রীহি সমাস
গ.তৎপুরুষ সমাস
ঘ.কর্মধারয় সমাস
৪৩.“ রাজ পূত্র” কোন সমাসের উদাহরণ?
ক.তৎপুরুষ
খ.বহুব্রীহি
গ.কর্মধারয়
ঘ.দ্বন্দ্ব
৪৪.কূলের সমীপে= উপকুল,এটি কোন সমাস?
ক.দ্বিগু
খ.দ্বন্দ্ব
গ.অব্যয়ীভাব
ঘ.বহুব্রীহি
৪৫.“ কান্নায় শোক কমে”এখানে”কান্নায় কোন কারকে কোন বিভক্তি?
ক.করনে ৭মী
খ.অপাদানে ৭মী
গ.অধিকরণে ৭মী
ঘ.কর্মে শুন্য
৪৬.“ আকাশে চাঁদ উঠেছে” এখানে “আকাশে” কোন কারকের উদাহরণ?
ক.ঐকদেশিক অধিকরণ
খ.অভিব্যাপক অধিকরণ
গ.ভাবাধিকরণ
ঘ.বৈষয়িক
৪৭.“ জিজ্ঞাসিব জনে জনে” এখানে“জনে জনে” কোন কারকে কোন বিভক্তি?
ক.কর্তায় ৭মী
খ.কর্মে ৭মী
গ.করণে ৭মী
ঘ.সম্প্রদানে ৭মী
৪৮.“গাড়ি স্টেশন ছাড়ল” এখানে“স্টেশন” কোন কারকে কোন বিভক্তি?
ক.অধিকরণে শুন্য
খ.অপদানে ৭মী
গ.কর্তায় ৭মী
ঘ.অপাদানে শুন্য
৪৯.“ তিলে তৈল আছে” কোন কারকের উদাহরণ?
ক.ঐকদেশীক
খ.অভিব্যাপক
গ.বৈষয়িক
ঘ.কোনটাই নয়
৫০.“ভিখারিকে ভিক্ষা দাও” এখানে “ভিখারিকে” কোন কারকে কোন বিভক্তি?
ক.সম্প্রদানে ৪র্থী
খ.কর্তায় ৪র্থী
গ.কর্মে ৭মী
ঘ.অপাদানে ৫মী
৫১.“ ফুলে ফুলে ঘর ভরেছে”-এখানে“ফুলে ফুলে” কোন কারকে কোন বিভক্তি?
ক.কর্তায় ৭মী
খ.কর্মে ৭মী
গ.করনে ৭মী
ঘ.অপাদানে ৭মী
৫২.“ বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে “বিপদে” কোন
কাররে কোন বিভক্তি?
ক.করণে ৭মী
খ.কর্তায় ৭মী
গ.অপাদানে ৭মী
ঘ.অধিকরনে ৭মী
৫৩.’সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’-এ বাক্যে’সুন্দর’কোন পদ?
ক)বিশেষ্য
খ)বিশেষণ
গ) সর্বনাম
ঘ)অব্যয়
৫৪.সর্বজন-এর বিশেষণ কী?
ক)বিশ্বজন
খ)সর্বজনীন
গ)বিশ্বজনীন
ঘ)ঐশ্বরিক
৫৫.বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
ক)কারক
খ)শব্দ
গ)পদ
ঘ)ক্রিয়া পদ
৫৬.’মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-এখানে ‘কিংবা’ শব্দটি কোন অব্যয়?
ক)সমুচ্চয়ী অব্যয়
খ)অনুকার অব্যয়
গ)বিয়োজক অব্যয়
ঘ)সংযোজক অব্যয়
৫৭.’দরিদ্র’ শব্দের বিশেষ্য পদ কোনটি?
ক)দীন
খ)দারিদ্র্যতা
গ)দারিদ্রতা
ঘ)দারিদ্র্য
৫৮.’যথা ধর্ম তথা জয়’।’যত গর্জে তত বর্ষে না।’বাক্যে দুটিতে কোন অব্যয়ের ব্যবহার ঘটেছে?
ক)নিত্য সমন্ধীয় অব্যয়
খ)বাক্যালংকার
গ)অব্যয় বিশেষণ
ঘ)অনুসর্গ অব্যয়
৫৯.’চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
ক)বাংলা+ফারসি
খ)সংস্কৃত+ফারসি
গ)ফারসি+আরবি
ঘ)সংস্কৃত+আরবি
৬০.ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
ক)দেশি
খ)বিদেশি
গ)তৎসম
ঘ)তদ্ভব
৬১.মৌলিক শব্দ কোনটি?
ক)গোলাপ
খ)শীতল
গ)নেয়ে
ঘ)গৌরব
৬২.উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক)২ ভাগে
খ)৩ ভাগে
গ)৪ ভাগে
ঘ)৫ ভাগে
৬৩.’চাঁদ’ কোন শ্রেণির শব্দ?
ক)তৎসম
খ)অর্ধ-তৎসম
গ)তদ্ভব
ঘ)দেশি
৬৪.’হরতাল’ কোন ভাষার শব্দ?
ক)গুজরাটি
খ)ওলন্দাজ
গ)মালয়
ঘ)পর্তুগিজ
৬৫.কোন বানানটি শুদ্ধ?
ক)সূচীস্মিতা
খ)সূচীস্মিতা
গ)সুচীস্মিতা
ঘ)সূচিস্মিতা
৬৬.কোন বানানটি শুদ্ধ?
ক)সমীচীন
খ)সমিচীন
গ)সমীচিন
ঘ)সমিচিন
৬৭.কোন বানানটি শুদ্ধ?
ক)বুদ্ধিজিবী
খ)বুদ্ধিজীবী
গ)বুদ্ধিজীবি
ঘ)বুদ্ধীজীবী
৬৮.নিচের কোন বানানটি শুদ্ধ?
ক)শ্রদ্ধাঞ্জলি
খ)শ্রদ্ধাঞ্জলী
গ)শ্রদ্ধেয়াঞ্জলী
ঘ)শ্রাদ্ধঞ্জলি
৬৯.কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে?
ক.উক্তি
খ.সমাস
গ.সন্ধি
ঘ.বাক্য
৭০.কোনটি সরল বাক্য
ক.যা করবার তা করেছি
খ.তুমি যেটি বলবে তাই ঠিক
গ.সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
ঘ.তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
৭১.বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
ক.যোগ্যতা
খ.আকাঙ্ক্ষা
গ.আসত্তি
ঘ.স্পৃহা
৭২.‘যেহেতু তুমি বেশী নম্বর পেয়েছ, সুতরাং তুমি
প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
ক.সরল
খ.জটিল
গ.যৌগিক
ঘ.অনুজ্ঞামূলক
৭৩.কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে?
ক.উদ্দেশ্য
খ.বিধেয়
গ.সর্বনাম
ঘ.অব্যয়
৭৪.শুদ্ধ বাক্য কোনটি?
ক.দৈন্যতা প্রশংসনীয় নয়
খ.দীনতা প্রশংসনীয় নয়
গ.দীনতা নিন্দনীয়
ঘ.দীনতা অপ্রসংশনীয়
৭৫.‘মা শুনে তিরস্কার করলেন।’ -এ বাক্যে কোন গুণের অভাব?
ক.প্রসাদ গুণ
খ.আকাঙক্ষা গুণ
গ.যোগ্যতা গুণ
ঘ.আসক্তি গুণ
৭৬.শব্দ প্রয়োগকালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়?
ক.বাহুল্য দোষে
খ.বাগধারার রদবদল
গ.গুরুচণ্ডালী দোষে
ঘ.কোনটিই নয়
৭৭.কোনটি শুদ্ধ বানান?
ক.সদ্যজাত
খ.সদ্দ্যোজাত
গ.সদ্যোজাত
ঘ.সদ্ব্যজাত
৭৮.শুদ্ধ বানান কোনটি?
ক.কনীনিকা
খ.কনিনিকা
গ.কর্নিনিকা
ঘ.কনিনীকা
৭৯.কোনটি শুদ্ধ বাক্য?
ক.বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
খ.তোমার সাথে গোপন পরামর্শ আছে
গ.মেয়েটির দারুন সবুদ্ধিমতী
ঘ.আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
৮০.কোন বানানটি শুদ্ধ?
ক.সংসপ্তক
খ.সংশপ্তক
গ.শংসপ্তক
ঘ.শংশপ্তক
৮১।কলিকাতা বিশ্ববিদ্যালিয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়–
ক.১৯৩৪ সালে
খ.১৯৩৮ সালে
গ.১৯৪০ সালে
ঘ.১৯৩৬ সালে
৮২.কোনটি শুদ্ধ বানান?
ক.শ্রাবন
খ.শ্রাবণ
গ.স্রাবন
ঘ.কোনটিই না
৮৩.কোনটি শুদ্ধ বানান?
ক.কূম্ভিলক
খ.কুম্ভিলক
গ.কূম্ভীলক
ঘ.কুম্ভীলক
৮৪.নিচের কোন বানানটি শুদ্ধ?
ক.নিশিথিনী
খ.নিশীথীনি
গ.নিশিথীনী
ঘ.নিশীথিনী
৮৫।সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ক.৬
খ.২
গ.৪
ঘ.৫
৮৬।বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?
ক.২
খ.৪
গ.৩
ঘ.৫
৮৭।অক্ষির সমিপে…..
ক.প্রত্যক্ষ
খ.পরোক্ষ
গ.নিরপেক্ষ
ঘ.সমক্ষ
৮৮।””ভূষন্ডীর কাক””…..অর্থ?
ক.বিশেষ জাতের কাক
খ.ভূষণ্ডী নামক স্থানের নাম
গ.অনভিজ্ঞ ব্যক্তি
ঘ.দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
৮৯।যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে……
ক.দ্বিজ
খ.দ্বিবর
গ.দ্বোবর
ঘ.দোজবর
৯০।যা চেটে খেতে হয় তা হ’ল…..
ক.চর্ব
খ.চুষ্য
গ.পেয়
ঘ.লেহ্য
৯১।””কূপমণ্ডক””…বাগধারাটি দ্বারা কি বোঝায়? ক.বিশ্বাসপ্রবণ
খ.অলস
গ.সাধারণ মানুষ
ঘ.সীমিত জ্ঞানের মানুষ
৯২।শ্বাসঘাত প্রধান ছন্দ কোনটি?
ক.অক্ষরবৃত্ত
খ.মাত্রাবৃত্ত
গ.স্বরবৃত্ত
ঘ.পয়ার
৯৩।ধ্বনিপ্রধান ছন্দকে বলা হয়?
ক.অক্ষরবৃত্ত
খ.স্বরবৃত্ত
গ.মাত্রবৃত্ত
ঘ.মুক্তাক্ষর
৯৪।””কাকভূষণ্ডী”” বিশিষ্টার্থক অর্থ?
ক.ভণ্ডলোক
খ.অশিষ্ট ব্যক্তি
গ.দীর্ঘজীবী ব্যক্তি
ঘ.স্বল্পজীবী লোক
৯৫।””ঢেকির কচকচি””….বাগধারাটির অর্থ?
ক.ঢেকির শব্দ
খ.অপদার্থ
গ.কলহ
ঘ.অযথা বড়াই
৯৬।অক্ষির সম্মুখে বর্তমান……
ক.সম্মুখে
খ.চাক্ষুষ
গ.পরোক্ষ
ঘ.প্রত্যক্ষ
৯৭।যিনি স্মৃতিশাস্ত্র জানেন….
ক.স্বয়ুক
খ.উপ্ত
গ.স্মার্ত
ঘ.নৈয়ায়িক
৯৮।যে নারীর পতি নেই,পুত্রও নেই……
ক.বিধবা
খ.অবীরা
গ.কাকবন্ধ্যা
ঘ.পতিপুত্রহীনা
৯৯।””সোম বার দিনরাত হরতাল””।এখানে কয়টি
বদ্ধাক্ষর আছে?
ক.৫টি
খ.৭টি
গ.৪টি
ঘ.৬টি
১০০।লয় অর্থ…..
ক.ছন্দের প্রকরণ
খ.ছন্দের ধারণা
গ.ছন্দের গতি
ঘ.ছন্দের আচরণ
===
১.খ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.গ. ২০.গ ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.গ ৩১.ঘ ৩২.খ ৩৩.খ ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.গ, ৩৮. ক, ৩৯. গ, ৪০. খ, ৪১. খ, ৪২. খ, ৪৩. ক, ৪৪. গ, ৪৫. গ, ৪৬. ক, ৪৭. খ, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. ক, ৫১. গ, ৫২. গ ৫৩.ক ৫৪.খ ৫৫.গ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.গ ৬০.গ ৬১.ক ৬২.ঘ ৬৩.গ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.ক ৬৭.খ ৬৮.ক ৬৯.ঘ ৭০.ঘ ৭১.খ ৭২.খ ৭৩.ক ৭৪.খ ৭৫.খ ৭৬.ঘ ৭৭.গ ৭৮.ক ৭৯.ক ৮০.খ ৮১.ঘ ৮২.খ ৮৩.খ
৮৪.ঘ ৮৫।খ ৮৬।গ ৮৭।ঘ ৮৮।ঘ ৮৯।ঘ ৯০।ঘ ৯১।ঘ ৯২।গ ৯৩।গ ৯৪।গ ৯৫।গ ৯৬।ঘ ৯৭।গ ৯৮।খ ৯৯।ঘ ১০০।গ
0 responses on "৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পরীক্ষা মডেল টেষ্টঃ০২"