প্রশ্ন বিশ্লেষণঃ প্রিলি প্রস্তুতি
বিগত বছরের ১টি প্রশ্নেই লুকানো থাকে আগামীর কয়েকটা প্রশ্ন। বিগত প্রশ্নের পুনরাবৃত্তি হোক বা নাই হোক, বিগত প্রশ্নের মাঝে লুকানো অনেক প্রশ্নই থেকে যায় আগামীর জন্য। আর সেসব লুকানো প্রশ্ন বের করেই আমি সাজালাম “”প্রশ্ন বিশ্লেষণ “” এর ধারাবাহিক।
#দ্রষ্টব্যঃ বিভিন্ন উৎস গবেষণা করে তৈরি “”মিনি সাজেশন -নিশ্চিত কমন”” পর্বটি পরীক্ষার তারিখ ঘোষিত হলে আমার প্রোফাইলের টাইমলাইনে প্রকাশ করব। এখন সাজেশন নিয়ে প্রস্তুতি সংক্ষিপ্ত করবেন না। উল্লেখ্য, “”মিনি সাজেশন -নিশ্চিত কমন”” এটি পূর্নাঙ্গ সাজেশন নয়, কিছু সাজানো টপিক যেটি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বাংলা ও ইংরেজীতে নিশ্চিত কমন পাবেন।
:
♦ ২৯ তম বিসিএস প্রশ্নঃ
মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য ‘ কোন ধরনের কাব্য?
ক) মহাকাব্য খ) সনেট গ) পত্রকাব্য ঘ) গীতিকাব্য
উত্তরঃ গ) পত্রকাব্য
:
এই প্রশ্নের আড়ালে আগামীর প্রশ্নঃ
=> বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য ‘বীরাঙ্গনা কাব্য ‘।
=> এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
=> রোমান কবি পাবলিসাস ওভিডিয়াস ন্যাসে সংক্ষেপে ওভিসের ‘হেরোদাইদস ‘ কাব্যের অনুসরনে এই গ্রন্থ রচিত।
=> ‘বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা ১১টি
:
♦৩০ তম বিসিএস প্রশ্নঃ
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
ক) বীরবল খ) ভিমরুল গ) অনিলা দেবী ঘ) যাযাবর
উত্তরঃ গ) অনিলা দেবী
:
এই প্রশ্নের আড়ালে আগামীর প্রশ্নঃ
=> অনিলা দেবী – শরৎ চন্দ্রের বড়দিদির নাম ।
=> “”নারীর মুল্য “” নামে একটি নিবিন্ধ লিখতে গিয়ে শরৎচন্দ্র এই ছদ্মনাম ব্যাবহার করেন।
=> “”নারীর মুল্য “” নিবন্ধটি যমুনা পত্রিকায় প্রকাশিত হয়।
=> বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম।
=> যাযাবর -বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম।
=> শরৎ চন্দ্র ৭টি ছদ্মনাম ব্যাবহার করতেন।
=> তাঁর অন্য একটি ছদ্মনাম শ্রীকান্ত শর্মা।
=> এই ছদ্মনামের উপর ভিত্তি করে তাঁর লেখা আত্মজৈবনিক উপন্যাসের নাম “”শ্রীকান্ত “”।
=> “”শ্রীকান্ত “”উপন্যাসটা ৪ খন্ডে বিভক্ত।
:
♦৩০ তম বিসিএস প্রশ্নঃ
কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৬৪ সালে খ) ১৮৬৮ সালে গ) ১৮৬৬ সালে ঘ) ১৮৬১ সালে।
উত্তরঃ অপশনে সঠিক উত্তরটি নেই। সঠিক উত্তর হল ১৮৬৩।
:
এই প্রশ্নের আড়ালে আগামীর প্রশ্নঃ
=> রেডক্রস হল আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান।
=> এটি ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
=> এর প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ড এর নাগরিক হেনরি ডুনান্ট।
=> রেডক্রস নামটি শুধু খ্রিস্টান প্রধান দেশে ব্যবহৃত হয়।
=> মুসলিম বিশ্বে রেডক্রস নামটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।
=> ইসরাইলদের কাছে এই রেডক্রস নামটি রেডক্রিস্টাল নামে পরিচিত।
:
♦২৯ তম বিসিএস প্রশ্নঃ
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৫৫ খ্রি খ) ১৩৫৫ খ্রি. গ) ১৯৫২ খ্রি ঘ) ১৩৫২ খ্রি
উত্তরঃ ক) ১৯৫৫ খ্রি
:
এই প্রশ্নের আড়ালে আগামীর প্রশ্নঃ
=> বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর।
=> এটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে।
=> বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
=> ১৯৫৭ সালের ৩ এপ্রিল পুর্ব পাকিস্তান আইন পরিষদে “”The Bengali Academy Act 1957 “” গ্রহনের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।
:
উল্লেখ্য আমার অন্যান্য বিষয়ের উপর বাকি ধারাবাহিকগুলো এই পর্বের বিরতি দিয়ে দিয়ে প্রকাশ করব।
0 responses on "৩৮ তম বিসিএস প্রস্তুতি, পার্ট - ৭"