📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

৩৮ তম বিসিএস প্রস্তুতি, পার্ট – ৫

বিগত বছরের প্রশ্ন তো সবাই পড়ে। আসুন অন্তত আপনি কিছুটা কৌশলী হোন। আপনি বিগত বছরের প্রশ্নের পেছনে লুকানো প্রশ্নগুলো খুঁজে বের কর,যেগুলো আগামীতে আসতে পারে। আজ সে বিষয়ে বিগত বছরের প্রশ্নের পেছনে লুকানো প্রশ্ন নিয়ে সাজালাম ১ম পর্ব।

৩৪ তম বিসিএস এ প্রশ্ন এসেছিল-
For which of the following discipliness Nobel Prize ia awarded?
a) physics & chemistry
b) physiology or medicine
c) literature, peace & economics
d) all of the above.
উপরের অপশনে উত্তর d) all of the above.

লুকানো প্রশ্নঃ সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার উইলকৃত অর্থ থেকে ৫টি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ঘোষনা দিয়ে যান। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। তবে পরবর্তীতে ১৯৬৮ সালে প্রবর্তন করে ১৯৬৯ সাল প্রথম ‘অর্থনীতি ‘এটিতে ও পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে তাই নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় ৬টি ক্ষেত্রে- সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, চিকিৎসা ও শান্তি।
:
এই ৬টি ক্ষেত্রে পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪টি প্রতিষ্ঠান। এগুলো হল-
১। শান্তি-নরওয়েজিয়ান নোবেল কমিটি
২। পদার্থ, রসায়ন, অর্থনীতি – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
৩। সাহিত্যে -সুইডিশ একাডেমি
৪। চিকিৎসাবিজ্ঞান -ক্যারোলিনস্কা ইন্সটিটিউট।

৩৪ তম বিসিএস এর নিচের প্রশ্নটি পড়ুন।
‘তাহরির স্কয়ার ‘ কোথায় অবস্থিত?
ক) সিউল খ) আম্মান গ) কায়রো ঘ) তেহরান।
উত্তরঃ কায়রো

লুকানো প্রশ্নঃ তাহরির স্কয়ার মিশরের কায়রোতে অবস্থিত। আরবিতে ডাকা হয় “”ময়দান আল তাহরির””, ইংরেজীতে “”লিবারেশন স্কয়ার “”। জায়গাটিকে আগে ডাকা হত “”ইসমাইলিয়া ময়দান নামে “”। ঊনিশ শতকের শাসক ইসমাইলের শাসন ক্ষমতা অর্পনের মধ্য দিয়ে সেখানে নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠে। এরপর ১৯১৯ সালে মিশর বিপ্লবের পর এ স্কয়ার হয়ে উঠে তাহরির স্কয়ার। কিন্তু ১৯৫২৯সালে মিশর বিপ্লব পর্যন্ত তাহরির স্কয়ার নামটি সরকারিভাবে ছিল না। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যে গণববিক্ষোভ হয় তার মুল কেন্দ্রবিন্দু ছিল তাহরির স্কয়ার।
:
২৭ তম বিসিএস এর নিচের প্রশ্নটি পড়ুন।
বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?
ক) ১৯৭২ খ) ১৯৭৩ গ) ১৯৭৫ ঘ) ১৯৯৭
উত্তরঃ ১৯৭৩

লুকানো প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পরমাণু শক্তি কমিশন গঠিত হয় ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি। ১৯৮৮ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানটির নাম ছিল “”আণবিক শক্তি কমিশন “”। এর গবেষনা ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল -এ৩টি শাখায় পরিচালিত হয়।

২২তম বিসিএস -এ নিচের প্রশ্নটি এসেছিল।
কুমিল্লা বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে?
ক) মোহাম্মদ আইয়ুব খান খ)আখতার হামিদ খান
গ) আবদুল হামিদ খান ভাসানি ঘ) একে ফজলুল হক
উত্তরঃ আখতার হামিদ খান

লুকানো প্রশ্নঃ BARD এর পূর্ণরুপ Bangladesh Academy for Rural Development. ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে অধ্যক্ষ আখতার হামিদ খান এটি স্থাপন করেন। এটি “”কুমিল্লা মডেল “” নামেও পরিচিত।
:

   
   

0 responses on "৩৮ তম বিসিএস প্রস্তুতি, পার্ট - ৫"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved