৩৮ তম বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি পরীক্ষা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাজেশন
৩৮ তম বিসিএস প্রস্তুতিতে সবার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সেকশনে বেশি সমস্যা থাকে। বিশেষ করে এই সেক্টরটি অনেকের কাছেই জটিল মনে হয়। তাই এখানে কমন কিছু সাজেশন দেওয়া হল। যেখান থেকে প্রায়ই কমন পড়ার সম্ভাবনা থাকে।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগে এই পোস্ট থেকে কমন পড়বে ইনশাআল্লাহ
১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ
করাই – ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের
সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে –
© ইশিখন । কম
UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য
বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে
– কম্পিউটার
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬
সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০
সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88 । 5-108 । 0
Hz
© ইশিখন । কম
১৩) Radio Communication System এ
ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by
Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক –
ইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে
(১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
© ইশিখন । কম
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯
সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায়
৫কোটি ২২লাখ (৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়
১৯৬৯-১৯৮৩
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮) “Global Village” ও “The Medium is the
Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান
© ইশিখন । কম
(১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making
Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয় –
১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান
প্রদান
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও
সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার –
ওয়েবসাইট
© ইশিখন । কম
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath
Records
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয়
করাকে বলে – অফিস অটোমেশন
৩৭) IT+Entertainment = Xbox
৩৮) IT+Telecommunication = iPod
৩৯) IT+Consumer Electronics= Vaio
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের
কম্পিউটারে
৪১ । কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য
ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২ । রোবটের উপাদান- Power System,
© ইশিখন । কম
Actuator, Sensor, Manipulation
৪৩ । PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪ । খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায়
শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫ । নেপোলিয়নের ডাক্তার ছিলেন – ডমিনিক
জ্যা ল্যারি
৪৬ । মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ –
স্পুটনিক-১
৪৭ । চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯
সালে
৪৮ । MRP এর পূর্ণরুপ – Manufacturing
Resource Planning
© ইশিখন । কম
৪৯ । UAV উড়তে সক্ষম ১০০ কি । মি । পর্যন্ত
৫০ । GPS এর পূর্ণরুপ – Global Positioning
System
৫১ । ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় –
বায়োমেট্রিক পদ্ধতি
৫২ । হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে
– ৩১০০০+ পয়েন্ট
৫৩ । আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে –
১০-১৫ সেকেন্ড
৫৪ । Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন
– Paulien Hogeweg
৫৫ । Bioinformatics এর জনক – Margaret
© ইশিখন । কম
Oakley Dayhaff
৫৬ । এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় –
জিনোম
৫৭ । Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার
করেন – Jack Williamson l
৫৮ । রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg
(1972)
৫৯ । বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর
(1974)
৬০ । বিশ্বের প্রথম Genetic Engineering
Company – Genetech(1976)
৬১ । GMO এর পূর্ণরুপ – Genetically Modified
© ইশিখন । কম
Organism
৬২ । পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল
– ন্যানোটেকনোলজি
৬৩ । অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং
মাইক্রোস্কোপে
৬৪ । Computer Ethics Institute এর নির্দেশনা –
১০টি
৬৫ । ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি –
Screen Magnification / Screen Reading
Software
৬৬ । যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭ । ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
© ইশিখন । কম
৬৮ । Bandwidth মাপা হয় – bps এ
৬৯ । ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০ । ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১ । ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২ । ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন-
এসিনক্রোনাস
৭৩ । সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে
ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪ । ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫ । একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬ । উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে
নয়- হাফ ডুপ্লেক্স মোড
© ইশিখন । কম
৭৭ । একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল
ডুপ্লেক্স মোড
৭৮ । ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric)
পদার্থ দ্বারা
৭৯ । Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০ । Twisted Pair Cable এ তার থাকে- 4
জোড়া
৮১ । Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২ । মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ
300 MHz – 30 GHz
৮৩ । কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর
দশকে
© ইশিখন । কম
৮৪ । Geosynchronous Satellite স্থাপিত হয়-
১৯৬০ এর দশকে
৮৫ । কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০
কি । মি । উর্ধ্বে
৮৬ । Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭ । Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮ । Wi-fi এর গতি- 54 Mbps
৮৯ । WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০ । WiMax এর পূর্ণরুপ- Worlwide
Interoperabilty for Microwave Access
৯১ । ৪র্থ প্রজন্মের প্রযুক্তি– WiMax
৯২ । WiMax এর গতি- 75 Mbps
© ইশিখন । কম
৯৩ । FDMA = Frequency Division Multiple
Access
৯৪ । CDMA = Code Division Multiple Access
৯৫ । মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬ । SIM = Subscriber Identity Module
৯৭ । GSM = Global System for Mobile
Communication
৯৮ । GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯ । GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০ । GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
১০১ । GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
১০২ । GSM 3G এর জন্য প্রযোজ্য
© ইশিখন । কম
১০৩ । GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
১০৪ । CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
১০৫ । রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ
10 KHz-1GHz
১০৬ । রেডিও ওয়েভের গতি 24Kbps
১০৭ । CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
১০৮ । CDMA ডাটা প্রদান করে স্প্রেড
স্পেকট্রামে
১০৯ । 1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর
আমেরিকায়
১১০ । সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G
তে
© ইশিখন । কম
১১১ । MMS ও SMS চালু হয় 2G তে
১১২ । 3G চালু হয় ১৯৯২ সালে
১১৩ । 3G এর ব্যান্ডউইথ 2MHz
১১৪ । 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের
NTT Docomo (২০০১)
১১৫ । 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক
নেটওয়ার্কের ব্যবহার
১১৬ । 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
১১৭ । 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
১১৮ । টার্মিনাল দুই ধরনের
১১৯ । ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪
ধরনের
© ইশিখন । কম
১২০ । PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
১২১ । PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
১২২ । LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
১২৩ । LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
১২৪ । কেবল টিভি নেটওয়ার্ক- MAN
১২৫ । NIC=Network Interface Card
১২৬ । NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
১২৭ । মডেম দুই ধরনের
১২৮ । Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত
রিপিটার
১২৯ । স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
১৩০ । ব্রিজ প্রধানত ৩ প্রকার
© ইশিখন । কম
১৩১ । নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত
থাকে, তাকে নোড বলে ।
১৩২ । Office Management-এ ব্যবহৃত হয়- Tree
Topology
১৩৩ । বানিজ্যিকভাবে Cloud Computing শুরু
করে- আমাজন (২০০৬)
১৩৪ । Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
১৩৫ । সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
১৩৬ । সংখ্যা পদ্ধতি দুই ধরণের
১৩৭ । Positional সংখ্যা পদ্ধতিরর জন্য
প্রয়োজন- 3টি ডাটা
১৩৮ । সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয়
© ইশিখন । কম
Radix Point দিয়ে
১৩৯ । Bit এর পূর্ণরুপ- Binary Digit
১৪০ । Digital Computerএর মৌলিক একক- Bit
১৪১ । সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
১৪২ । “O” এর লজিক লেভেল : 0 Volt
থেকে +0 । 8 Volt পর্যন্ত
১৪৩ । “1” এর লজিক লেভেল : +2 Volt
থেকে +5 Volt পর্যন্ত
১৪৪ । Digital Device কাজ করে- Binary
মোডে
১৪৫ । n বিটের মান 2^n টি
১৪৬ । BCD Code = Binary Coded Decimal
© ইশিখন । কম
Code
১৪৭ । ASCII=American Standard Code for
Information Interchange
১৪৮ । ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)
১৪৯ । ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
১৫০ । EBCDIC=Extended Binary Coded
Decimal Information Code
১৫১ । Unicode উদ্ভাবন করে Apple and Xerox
Corporation (1991)
১৫২ । Unicode বিট সংখ্যা- 2 Byte
১৫৩ । Unicode এর ১ম 256 টি কোড ASCII
কোডের অনুরুপ
© ইশিখন । কম
১৫৪ । Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)
১৫৫ । ASCII এর বিট সংখ্যা- 1 Byte
১৫৬ । বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি
(১৮৪৭)
১৫৭ । বুলিয়ান যোগকে বলে- Logical
Addition
১৫৮ । Dual Principle মেনে চলে- “and” ও
“OR”
১৫৯ । এক বা একাধিক চলক থাকে Logic Function
এ
১৬০ । Logic Function এ চলকের বিভিন্ন মান-
Input
© ইশিখন । কম
১৬১ । Logic Function এর মান বা ফলাফল- Output
১৬২ । বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল
দিয়ে
১৬৩ । Digital Electronic Circuit হলো- Logic
Gate
১৬৪ । মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
১৬৫ । সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
১৬৬ । বিশেষ গেইট- X-OR,X-NOR
১৬৭ । Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি
আউটপুট হয়
১৬৮ । Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি
আউটপুট দেয়
© ইশিখন । কম
১৬৯ । Half Adder এ Sum ও Carry থাকে
১৭০ । Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে
১৭১ । একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার
১৭২ । Input pulse গুনতে পারে- Counter
১৭৩ । Web page তৈরি করা হয়- HTML দ্বারা
১৭৪ । ছবির ফাইল- । jpg/ । jpeg/ । bmp
১৭৫ । ভিডিও ফাইল- । mov/ । mpeg/mp4
১৭৬ । অডিও ফাইল- mp3
১৭৭ । ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত
হয়- । css
১৭৮ । বর্তমানে চালু আছে- IPV4
১৭৯ । IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
© ইশিখন । কম
১৮০ । IP address এর Alphanumeric address-
DNS
১৮১ । সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ
করে- InterNIC
১৮২ । জেনেরিক টাইপ ডোমেইন- টপ
লেভেল ডোমেইন
১৮৩ । http = hyper text transfer protocol
১৮৪ । URL = Uniform Resource Locator
১৮৫ । HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী
(১৯৯০)
১৮৬ । HTML তৈরি করে W3C
১৮৭ । ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট
© ইশিখন । কম
তৈরি করা
১৮৮ । প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট
১৮৯ । Machine Language(1G)-1945
১৯০ । Assembly Language(2G)-1950
১৯১ । High Level Language(3G)-1960
১৯২ । Very High Level Language(4G)-1970
১৯৩ । Natural Language(5G)-1980
১৯৪ । লো লেভেল vaSha-1G,2G
১৯৫ । বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে-
লেভেলে
১৯৬ । C Language তৈরি করেন- ডেনিস রিচি
(১৯৭০)
© ইশিখন । কম
১৯৭ । C++ তৈরি করেন- Bijarne Stroustrup
(১৯৮০)
১৯৮ । Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮
সালে
১৯৯ । Java ডিজাইন করে- Sun Micro System
২০০ । ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে
২০১ । Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
২০২ । Python তৈরি করেন- গুইডো ভ্যান
রোসাম(১৯৯১)
২০৩ । 4G এর ভাষা- Intellect,SQL
২০৪ । Pseudo Code- ছদ্ম কোড
২০৫ । Visual Programming- Event Driven
© ইশিখন । কম
২০৬ । C Language এসেছে BCPL থেকে
২০৭ । Turbo C তৈরি করে- Borland Company
২০৮ । C ভাষার দরকারী Header ফাইল- stdio । h
২০৯ । C এর অত্যাবশ্যকীয় অংশ- main ()
Function
২১০ । ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
২১১ । ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
২১২ । ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
২১৩ । ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
২১৪ । Database Modelএর ধারণা দেন-
E । F । Codd (১৯৭০)
২১৫ । সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
© ইশিখন । কম
২১৬ । SQL = Structured Query Language
২১৭ । SQL তৈরি করে- IBM(১৯৭৪)
২১৮ । ERP = Enterprise Resource Planning
২১৯ । বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১
মে, ২০০৬
২২০ । MIS = Management Information System
২২১ । ভুয়া মেইল জমার স্থান- Spam
২২২ । CD= Compact Disk
২২৩ । MS Excel হলো Spreadsheet Software
২২৪ । বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬
সালে
২২৫ । বিশ্বের প্রথম কম্পিউটার– ENIAC
© ইশিখন । কম
২২৬ । ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১
সালে
২২৭ । ROM=Read Only Memory
২২৮ । বর্তমান প্রজন্ম- 4G
২২৯ । টুইটারের জনক- জ্যাক ডরসি
২৩০ । MODEM এ আছে – Modulator +
Demodulator
২৩১ । UNIX হলো Operating System
২৩২ । CPU= Central Processing Unit
২৩৩ । IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার– IBM360
২৩৪ । ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%
২৩৫ । ১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা
© ইশিখন । কম
২৩৬ । ১ম প্রোগ্রামিং ভাষা-ADA
২৩৭ । কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয়
তথ্য- গিবারিশ
২৩৮ । কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
২৪০ । কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড
কোহেন
২৪১ । Mother of All Virus-CIH
২৪২ । VIRUS=Vital Information Resources
Under Seize
২৪৩ । প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা-
মেশিন ভাষা
২৪৪ । NORTON-একটি এন্টিভাইরাস
© ইশিখন । কম
২৪৫ । মুরাতা বয়-জাপানি রোবট
২৪৬ । 1nm=10^(-9) m
২৪৭ । স্বর্ণের পরমাণুর আকার- 0 । 3nm
২৪৮ । আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময়
লাগে শূন্য সেকেন্ড
২৪৯ । অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার-
৮-১০ মাইক্রন
২৫০ । ১ম Wireless ব্যবহার করেন-Guglielimo
Marconi(1901)
২৫১ । ASCII-7 কোডের প্রথম 3bitকে
জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে
২৫২ । ASCII সারণি মতে,
© ইশিখন । কম
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs
97-127 = Small Letters & Some Signs
২৫৩ । EBCDIC কোডে-
0-9 = 1111
A-Z = 1100,1101,1110
Special Signs = 0100,0101,0110,0111
২৫৪ । EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও
সংখ্যা আছে
২৫৫ । EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM
Mainframe Computer ও Mini Computer- এ ।
© ইশিখন । কম
২৫৬ । Unicode উন্নত করে-Unicode
Consortium
২৫৭ । ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত
অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli
Component Glass (Soda Boro Silicet, NaOH
Silicet etc । )
২৫৮ । Real Time Application এর Data Transfer
এ বেশি ব্যবহৃত হয় Isochronous
২৫৯ । Radio Wave এর Data Transmission
Speed – 24 Kbps
২৬০ । Wifi এর দ্রুততম সংস্করণ-IEEE 802 । 11G
(Speed-54 Mbps)
** ভুল পেলে সোর্সসহ কমেন্ট কর ।
আরো পড়ুন:
বিসিএস প্রস্তুতি প্রিলিমিনারি টেস্ট এর সিলেবাস, প্রশ্নের ধারা, মানবন্টন দেখে নিন এখান থেকে
মাধ্যমিক সাধারণ বিজ্ঞানের ১০০+ প্রশ্ন যেটি প্রায় পরীক্ষাতেই কমন থাকে
বিসিএস প্রস্তুতি : সংবিধান নিয়ে ৯৪ টি প্রশ্ন, যেটি সব পরীক্ষাতেই কমন থাকে
৩৮ তম বিসিএস প্রস্তুতি – বাংলা সাহিত্যের আলোচিত চরিত্র ও স্রষ্টা
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি , পার্ট – ৬