ইশিখন.কম ব্লগ

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

==মনে রাখার সহজ কৌশল
=== আশা করছি এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ । আমি কোন চ্যালেঞ্জ দেই না যে আসবেই !! কারণ আমার চৌদ্দ গোষ্ঠীর কেউ প্রশ্ন করে না । যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ
মনে হয় সেগুলোয় দেই। একটা নোট দিলাম ,শেয়ার করে নিজের কাছে রাখুন।
.

বাংলা সাহিত্যর জনক
____________________________

@ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
@চলিত রীতিতে/ বীরবলীয় রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
@আধুনিক বাংলা কবিতা – জীবনানন্দ দাশ
@ বাংলা সনেট – মাইকেল মধুসূদন দত্ত
@ আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত

@অমিত্রাক্ষর ছন্দ – মাইকেল মধূ সূদন দত্ত
@ মহাকাব্য >>মাইকেল মধুসূদন দত্ত
@ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

@বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
@ গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
@ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
@ গীতিকবিতার >> বিহারীলাল চক্রবর্তী

=

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন- চর্যাপদ।
বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি- ছড়া।
বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ- কাব্য।
বাংলা সাহিত্যের সমৃদ্ধধারা- গীতিকবিতা।
বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা- ছোটগল্প।
=

মনে রাখার সহজ উপায়…


বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ।
.
৩২ (২৬:৬) , ৮ (৭: ১) ,১০ ( ৬: ৪)
বাখ্যাঃ
১। মোট পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( ২৬ টি ব্যঞ্জনবর্ণ + ৬ টি স্বরবর্ণ )
২। মোট অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( ৭ টি ব্যঞ্জনবর্ণ + ১ টি স্বরবর্ণ )
৩। ১০ টি মাত্রাহীন ( ৬ টি ব্যঞ্জনবর্ণ + ৪ টি স্বরবর্ণ )
.আ,সু নি বি এই ৪টি উপসর্গ তত্সম ও খাঁটি বা্ংলা উভয়েই আছে

===
মনে রাখার সহজ উপায়

———
বিদেশী উপসর্গ

আরবি>>> #গর #লা #বাজে #আম #খাস?
.
ইংরেজী >> #হেড সাহেব(#সাব) #হাফ ও #ফুল হাতা শার্ট পরেন।
.
হিন্দি>> হর হরেক
.
ফারসি>> #না #ফি‘র #বর #‘বদ”মায়েশ, #‘‘বে,আদব, #কমজোর, ও #ব‘কলম।
.
কিন্তু #কার‘বার ও #দর‘দালানে তিনি #নিম‘রাজি।

=
কবি নজরুলের নিষিদ্ধ ৫টি গ্রন্থ সহজে মনে রাখার উপায়।
.

===
BJP VC
.
B= বিষের বাঁশী
J= যুগবাণী
P= প্রলয়শিখা
.
V= ভাঙ্গার গান
C= চন্দ্রবিন্দু

==
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম মনে রাখুন সহজেই !!!

টেকনিক >>> অবুজ .বিসু
.
অ= অমিয় চক্রবর্তী
বু = বুদ্ধদেব বসু
জ= জীবনানন্দ দাস
.
বি = বিঞ্চু দে
সু = সুধীন্দ্রনাথ দত্ত

=
মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ
“”পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল””
::পাঞ্জেরী- পাজ্ঞেরী
::আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
::সোনার – সোনার তরী,
::জীবন- জীবন বন্দনা
::কবর- কবর।

(আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
, বি:দ্র : চর্যাপদ >> মাত্রাবৃত্ত ছন্দে

=
=
কিছু উপাধী যেটি মাঝে মাঝে কনফিউশনে ফেলে দেয় !

===
বাবা মোজাম্মেলের শান্তি নাই মেয়ে যতির দু:খ
দেখে কারন মেয়ের জামাই গোবিন্দর স্বভাব খারাপ
এখানে,
মোজাম্মেল হক – শান্তিপুরের কবি
যতীন্দ্রনাথ সেনগুপ্ত – দু:খবাদী কবি
গোবিন্দ দাস – স্বভাব কবি
.
________ মুকুন্দের কবিতা চরন পরে সিরাজী স্বপ্ন
দেখে বাট নেতাজী সুভাষের পদাবলে স্বপ্ন ভঙগ হয়
এখানে,
মুকুন্দ দাস – চারণ কবি
ইসমাইল হোসেন সিরাজী – স্বপ্নাতুর কবি
সুভাষ মুখোপাধ্যায় – পদাতিক কবি
.

=
নাগরিক কবি :
.
প্রথম নাগরিক কবি – ভারত চন্দ্র ( রায় গুনাকর)
নাগরিক কবি – শামসুর রহমান
আধুনিক যুগের নাগরিক কবি – সমর সেন
বাংলাদেশের কবিদের কবি >> নির্মেলেন্দু গুন।
.
বিদ্রোহ কবি :
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি – মধুসূধন দও
বিদ্রোহী কবি খ্যাত – নজরুল
তাছাড়া,
ক্লাসিক কবি – সুধীন্দ্রনাথ দও
কিশোর কবি – সুকান্ত
মরমী কবি – হাছান রাজা
মার্কসবাদী – বিষ্ণু দে
সাহিত্যে স্বরস্বতী – নূরন্নেসা খাতুন
কাব্য সুধাকর – গোলাম মুস্তফা
কবি কঙকন – মুকুন্দরাম চক্রবর্তী
কবি কণ্ঠহার >> ভারতচন্দ্র রায়গুনাকর ।
মিথিলার কবি >> বিদ্যাপতি

==
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসসমূহ :
.
একটি শব্দে মনে রাখার সহজ উপায় —–
.
#আদেশ

আ= আনন্দমঠ
দে= দেবী চৌধুরানী
শ= সীতারাম

তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস:

=
টেকনিক >পঞ্চ ধাত্রী গণদেবতার পূজা করে
এখন মিলিয়ে নিন
পঞ্চগ্রাম , ধাত্রীদেবতা, গণদেবতা
.

==
নবীনচন্দ্রের ত্রয়ী উপন্যাস
————–

.রৈবতক কুরুক্ষেত্রে প্রভাস করে
. এখন মিলিয়ে নিন
১। রৈবতক
২। কুরুক্ষেত্র
৩। প্রভাস

মনে রাখার কৌশল :
নিপাতনে সিদ্ধ সন্ধি:
টেকনিক-১
নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি:

————
#স্বৈর রাজা #গবেন্দ্র , তাঁর দুই #মন্ত্রী #গবেশ্বর ও #শুদ্বোধন -কে নিয়ে সকাল বেলার #মার্তণ্ড (সূর্য) দেখবেন বলে #গবাক্ষ ( জানালা) পথে তাকালেন । একদিকে দেখলেন #শারঙ্গ ( এক প্রকার বাদ্যযন্ত্র ) হাতে এক #প্রৌঢ় #কুলটা ( সমাজ যাদের অসতী বলে) নারী। তার #সীমন্ত (সিথিঁ ) এলোমেলো দেখেলেন #অক্ষৌহিণী (২১৮৭০০ যোদ্ধাবিশিষ্ট সেনাদল) সহ তাঁর সেনাপতি ও #অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন।
মিলিয়ে নিন:
————–
#স্বৈর
#মন্ত্রী
#গবেশ্বর ও #শুদ্বোধন
#মার্তণ্ড
#গবাক্ষ
#শারঙ্গ
#প্রৌঢ় #কুলটা
#সীমন্ত
#অক্ষৌহিণী
#অন্যান্য
—————
টেকনিক-২
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:

——-
#পতঞ্জলি ও #মনীষা #আশ্চর্য হয়ে #পরস্পর তাকায় । সেই #তস্করকে (চোরকে) তারা চিনে ফেলে। গত #বৃহস্পতিবার #ষোড়শ অথবা একাদশ জন মিলে দ্যুলোকের #গোষ্পদ আর #বনস্পতি এরা ধ্বংস করেছে।
মিলিয়ে নিন:
————-
#পতঞ্জলি ও #মনীষা #আশ্চর্য
#পরস্পর
#তস্করকে
#বৃহস্পতিবার #ষোড়শ
#গোষ্পদ আর #বনস্পতি

——–
টেকনিক-৩


বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি:

—–
চুরির ঘটনা তারা কোনো #সংস্কার না রেখেই #সংস্কৃত ভাষায় #পরিষ্কারভাবে #উত্থাপন করে এবং এতে এক #পরিস্কৃত #সংস্কৃতির #উত্থান ঘটে।
মিলিয়ে নিন:
——–
#সংস্কার
#সংস্কৃত
#পরিষ্কার
#উত্থাপন
#পরিস্কৃত #সংস্কৃতির #উত্থান

——-

টেকনিক-৪
নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি:

—–
#বাচস্পতি বাবুর স্নেহের #আস্পদ #হরিশ্চন্দ্র । তিনি #অহরহ #শির:পীড়ায় ভোগেন ।তাই #প্রাত:কালে তিনি #ভাস্কর (সূর্য) দেখতে পান না বলে #অহর্নিশ #মন:কষ্টে আছেন।
মিলিয়ে নিন:
————-
#বাচস্পতি
#আস্পদ #হরিশ্চন্দ্র
#অহরহ #শির:পীড়ায়
#প্রাত:কালে
#ভাস্কর
#অহর্নিশ #মন:কষ্টে
তথ্যসুত্র: ড.সৌমিত্র শেখর

.
.

=
কবি সাহিত্যিকদের উৎসর্গকর্ম:

===
১.বসন্ত >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কাজী নজরুল ইসলামকে।
২.তাসের দেশ >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> নেতাজি সুভাষ চন্দ্রকে।
৩.কালের যাত্রা >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।
৪.চার অধ্যায় >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কারাবন্দীদের।
৫. পূরবী >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> ভিক্টোরিয়া ওকম্পা ।
৬.সঞ্চিতা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৭.ছায়ানট >>> কাজী নজরুল ইসলাম >>>উৎসর্গ করেন >>> মুজাফফর আহম্মদকে।
৮.অগ্নিবীণা >>>কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> বারীন ঘোষকে।
৯.চিত্তনামা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> বাসন্তী দেবীকে।
১০.সর্বহারা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>>বিরজা সুন্দরীকে।
১১সন্ধ্যা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদেরকে।
১২.বসন্তকুমারী >>> মীর মশাররফ হোসেন >>> উৎসর্গ করেন >>> নবাব আব্দুল লতিফকে।

আরো পড়ুন:

কবি-সাহিত্যিকদের প্রথম গ্রন্থ

ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

বাংলা সাহিত্য-৩ এক ঝলক দেখে নিন

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline