আজকের টিপস চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
কবি-সাহিত্যিকদের প্রথম গ্রন্থ-১
1. রবীন্দ্রনাথ ঠাকুর
উপন্যাস — বউ ঠাকুরানী হাট — ১৮৭৭সাল।
কবিতা — হিন্দু মেলার উপহার — ১২৮১ বঙ্গাব্দ
কাব্য — বনফুল — ১২৮২ বঙ্গাব্দ
ছোট গল্প — ভিখারিনী — ১৮৭৪ সাল
নাটক — রুদ্রচন্ড — ১৮৮১ সাল
2. কাজী নজরুল ইসলাম
উপন্যাস — বাধঁন হারা — ১৯২৭ সাল
` কবিতা — মুক্তি — ১৩২৬ বঙ্গাব্দ
কাব্য — অগ্নিবীণা — ১৯২২ সাল
নাটক — ঝিলিমিলি — ১৯৩০ সাল
গল্প — হেনা — ১৩২৬ বঙ্গাব্দ
প্রকাশিত গল্প — বাউন্ডেলের আত্মকাহিনী — ???
3. প্যারীচাঁদ মিত্র
উপন্যাস — আলালের ঘরের দুলাল — ১৮৫৮ সাল
4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অনুবাদ গ্রন্থ — বেতাল পঞ্চবিংশতি — ১৮৪৭ সাল
5. রাজা রামমোহন রায়
প্রবন্ধ গ্রন্থ — বেদান্ত গ্রন্থ — ১৮১৫ সাল
6. আবদুল গাফফার চৌধুরী
ছোট গল্প — কৃষ্ণ পক্ষ — ১৯৫৯ সাল
উপন্যাস — চন্দ্রদ্বীপের উপাখ্যান
**১৯৬০ সাল শিশু সাহিত্য — ডানপিটে শওকত — ১৯৫৩ সাল
7. আবু ইসহাক
উপন্যাস — সূর্য দীঘল বাড়ি — ১৯৫৫ সাল
8. আবুল ফজল
উপন্যাস — চৌকির — ১৯৩৪ সাল
গল্প — মাটির পৃথিবী — ১৯৩৪ সাল
নাটক — আলোক লতা — ১৯৩৪ সাল
9. আবুল মনসুর আহমেদ
ছোট গল্প — আয়না — ১৯৩৫ সাল
10. আলাউদ্দিন আল আজাদ
কাব্য — মানচিত্র — ১৯৬১ সাল
উপন্যাস — তেইশ নম্বর তৈলচিত্র — ১৯৬০ সাল
নাটক — মনক্কোর যাদুঘর — ১৯৫৮ সাল
গল্প — জেগে আছি — ১৯৫০ সাল
প্রবন্ধ — শিল্পীর সাধনা — ১৯৫৮ সাল
11. আহসান হাবীব
কাব্য — রাত্রি শেষ — ১৯৪৬ সাল
12. গোলাম মোস্তফা
উপন্যাস — রূপের নেশা — ১৯২০ সাল
13. জসীম উদ্দিন
কাব্য — রাখালী — ১৯২৭ সাল
14. জহির রায়হান
গল্প — সূর্য গ্রহন — ১৯৫৫ সাল
15. নীলিমা ইব্রাহিম
উপন্যাস — বিশ শতকের মেয়ে — ১৯৫৮ সাল
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস : কবি-সাহিত্যিকদের প্রথম গ্রন্থ-১"