বাংলা সাহিত্য নিয়ে বিশেষ আয়োজনে:
Q: চর্চাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
A: নেপালের রাজগ্রন্থশালা থেকে
Q: ততসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী
A: সাধু রীতি
Q: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয়
কত সালে ?
A: ১৯০৭
Q: ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
A: রবীন্দ্রনাথ ঠাকুরের
Q: মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
A: বেতাল পঞ্চবিংশতি
Q: ‘নদী ও নারী’ কার রচনা?
A: হুমায়ুন কবির
Q: ‘বঙ্গভাষা’ কবিতাটি মাইকেল প্রথম কী নামে
লিখেছেন?
A: কবি মাতৃভাষা
Q: ‘শকল’ শব্দটির অর্থ-
A: মাছের আঁশ
Q: ‘সোনার তরী’ কবিতাটি-
A: রূপক কবিতা
Q: “একুশের গল্প”-এর তপু কোথায় গুলিবদ্ধ হয়েছিল?
A: হাইকোর্টের মোড়ে
Q: “কবর “কবিতায় পরীর মত কে?
A: নাতনি
Q: “তিরিশ” এর ব্যুৎপত্তি নির্দেশ করে
A: ত্রিশ
Q: “বাংলাদেশ “-কবিতায় কাদের মরু পশু বলা হয়েছে?
A: পাকিস্তানিদের
Q: ‘Let there be light’ কার চলচ্চিত্র?
A: জহির রায়হান
Q: ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
A: প্রলয়োল্লাস
Q: ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
A: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Q: ‘অপেক্ষা’ মুভি এর পরিচালক কে ?
A: আবু সাইয়ীদ
Q: ‘অভয়া’ চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন
উপন্যাসে রয়েছে?
A: শ্রীকান্ত
Q: ‘আত্মহত্যার অধিকার’ কার লেখা?
A: মানিক বন্দ্যোপাধ্যায়
Q: ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের বিষয় কি?
A: ভাষা আন্দোলন
Q: ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
A: হাসান হাফিজুর রহমান
Q: ‘কেরী সাহেবের মুন্সী’ কার লেখা?
A: প্রমথনাথ বিশী
Q: ‘গাজী মিয়াঁর বস্তানী ‘ কি ধরনের রচনা ?
A: আত্মজীবনী
Q: ‘চার ইয়ারী কথা’ গ্রন্থটি কে রচনা করেন?
A: প্রমথ চৌধুরী
Q: ‘চোরাবালি ‘ কাব্যগ্রন্থটি কার লেখা ?
A: বিষ্ণু দে
Q: ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির লেখক কে?
A: শওকত ওসমান
Q: ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এই উপন্যাসটির লেখক কে ?
A: আলাউদ্দিন আল আজাদ
Q: ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা..’ গানটির
রচয়িতা কে?
A: দ্বিজেন্দ্রলাল রায়
Q: ‘পরিচয় কবে প্রকাশিত হয়?
A: 1931
Q: ‘পাঞ্জেরি’ কবিতা কোন ছন্দে রচিত ?
A: মাত্রাবৃত্ত
Q: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় সাহিত্য?
A: মুক্তিযুদ্ধের উপন্যাস
Q: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি রচনা করেন_
A: মাইকেল মধুসূদন দত্ত
Q: ‘বাঙ্গালীর ইতিহাস‘ বইটির লেখক কে?
A: নীহার রঞ্জন রায়
Q: ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
A: সাপ্তাহিক বিজলী
Q: ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক
ছিলেন?
A: মোজাম্মেল হক
Q: ‘ময়নামতির চর’ কাব্যগ্রন্থটি কে লিখেছেন ?
A: বন্দে আলী মিয়া
Q: ‘শকুন্তলা’ কে অনুবাদ করেন?
A: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Q: ‘শাহানামা’ এর লেখক কে?
A: কবি ফেরদৌসী
Q: ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
A: নারায়ণ গঙ্গোপাধ্যায়
Q: .\’ একাত্তরের চিঠি\’ কোন জাতীয় রচনা?
A: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Q: .\’আব্দুল্লাহ\’ উপন্যাসের রচয়িতা কে?
A: কাজী ইমদাদুল
Q: .\’কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ?
A: বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
Q: .\’জনৈক\’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
A: জন+এক
Q: .\’পাখি সব করে রব রাতি পোহাইল\’ পঙ্গক্তির
রচয়িতা কে ?
A: মদনমোহন তর্কালংকার
Q: .\’পূর্বাশা\’পএিকার সম্পাদক ছিলেন-
A: সঞ্জয় ভট্রাচার্য
Q: .কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?
A: ১৭৫৩সালে
Q: .কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয়
দিয়েছেন ?
A: ভুসুকুপা
Q: .জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
A: কবিতার কথা
Q: .নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
A: ধূমকেতু
Q: .বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
A: কৃপার শাস্ত্রের অর্থভেদ
Q: .বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
A: মিথিলার
Q: .রবীন্দ্রনাথের\’সোনার তরী\’কবিতা কোন ছন্দে
রচিত ?
A: মাএাবৃও
Q: .‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
A: বডু চণ্ডিদাস
Q: \’আধ্যাত্মিক\’উপন্যাসের লেখক কে?
A: প্যারীচাঁদ মিএ
Q: \’আরণ্যক\’ উপন্যাসটি লিখেছেন_
A: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Q: \’কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?\’ কার লেখা?
A: কৃষ্ণ চন্দ্র মজুমদার
Q: \’ঠাকুরমার ঝুলি\’কী জাতীয় রচনার সংকলন ?
A: রুপকথা
Q: \’পাহাড়তলী\’গ্রামে জন্মগ্রহণ করেন
A: উপরের কোনটি সঠিক নয়
Q: \’বনফুল\’ কার ছদ্মনাম ?
A: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Q: \’ভানুসিংহ ঠাকুরের পদাবলী\’-এর রচয়িতা কে ?
A: রবীন্দ্রনাথ ঠাকুর
Q: \’সাত সাগরের মাঝি\’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
A: ফররুখ আহমদ
Q: stakeholder- এর বাংলা পরিভাষা কি?
A: অংশীজন
Q: The Origin and Development of Bengali Language
গ্রন্থটি রচনা করেন?
A: ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
Q: «ডেকেছে কি সে আমারে?শুনি নাই,রাখিনি সন্ধান।
“”—— চরণটি কোন কবিতার?
A: তাহারেই পড়ে মনে
Q: অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি
A: প্রলয়োল্লাস
Q: অতুল প্রসাদ সেন- কোন সালে মারা যান?
A: 1934
Q: অদ্বৈত মল্লবর্মণ কোন বংশে জন্মগ্রহন করেন?
A: মালো
Q: অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
A: ১৯৯৯
Q: অনল প্রবাহ রচনা করেন
A: সৈয়দ ইসমাইল সিরাজি
Q: অনেক আকাশ -কার রচনা?
A: সৈয়দ আলী আহসান
Q: অন্ধকারটা সপ্ন ,অলীক। আলোটাই সত্য আলোটাই
স্থায়ী।- কার উক্তি?
A: জোহরা
Q: অপু, মার্টিনোর কোন বইয়ের পৃষ্ঠায় নীল পেন্সিরের
লাঙল চালিয়েছিল?
A: চরিত্রতত্ত্ব
Q: অভাগা যদ্যাপি যায় সাগর শুকায়ে যায় “”এটা কার
উক্তি?
A: মুকুন্দরাম
Q: অমিয় চক্রবর্তী কার সান্নিধ্যে বেশি ছিলেন?
A: রবীন্দ্রনাথ ঠাকুর
Q: অমিয় চক্রবর্তী জন্মসাল কত?
A: ১৯০১
Q: অমিয় চক্রবর্তী পাশ্চাত্যের কোন বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনা করেন?
A: অক্সফোর্ড
Q: অর্ধাঙ্গী প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি
কবিতার নাম আছে। কবিতাটির নাম?
A: নবদম্পতির প্রেমালাপ
Q: অর্ধাঙ্গী প্রবন্ধে সীতার সাথে রামচন্দ্রের
সম্পর্ককে বেগম রকেয়া কিভাবে উল্লেখ করেছেন?
A: পুতুলের সঙ্গে বালকের
Q: অর্ধাঙ্গী প্রবন্ধে ‘নাকের দড়ি’ শব্দ দুটি কি অর্থে
ব্যবহার করা হয়েছে?
A: নাকাল ও বাধ্য করার অস্ত্র
Q: অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য-
A: নারীর পশ্চাদপদতা
Q: আঠারো বছর বয়সে কি কানে আসে?
A: মন্ত্রণা
Q: আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?
A: টপ্পাগান
Q: আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিসত্মৃত?
A: ১৮০১ সাল থেকে বর্তমান
Q: আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?
A: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
Q: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত
চর্যাপদের পুঁথির নাম কি ?
A: চর্যাগীতি কোষ
Q: আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রথম কোন পত্রিকায়
প্রকাশিত হয়?
A: ধূমকেতু
Q: আনোয়ার পাশা কত সালে জন্মগ্রহণ করেন?
A: ১৯২৮ সালে
Q: আবদুল্লাহ উপন্যসের রচয়িতা কে?
A: কাজী ইমদাদুল হক
Q: আবু ইসহাক রচিত ‘সূর্যদীঘল বাড়ি’ একটি –
A: উপন্যাস
Q: আবু জাফর শামসুদ্দীন কত সময় ধরে সাহিত্য সাধনায়
ব্রত ছিলেন?
A: ৫০ বছরের বেশি
Q: আবু জাফর শামসুদ্দীন কথায় জন্মগ্রহণ করেন?
A: ঢাকা জেলার কালিগঞ্জে
Q: আবু জাফর শামসুদ্দীন কোন পত্রিকা সাথে যুক্ত
ছিলেন?
A: দৈনিক আজাদ
Q: আবু জাফর শামসুদ্দীন মৃত্যুবরন করেন কত সালে?
A: ১৯৮৮
Q: আবু জাফর শামসুদ্দীনের অনুবাদ কাব্য কোনটি?
A: সবগুলো
Q: আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
A: আত্দজীবনী
Q: আব্দুল্লাহ আল মামুন- এর গ্রন্থ নয় কোনটি?
A: হারেম
Q: আমার পূর্ব বাংলা কবিতায় উল্লেখিত ঋতুর নাম কি?
A: বর্ষাঋতু
Q: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
গানটির প্রথম সুরকার কে?
A: আব্দুল লতিফ
Q: আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি
করেছে-
A: ঈশ্বরী পাটনী
Q: আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি
করেছে-
A: ঈশ্বরী পাটনী
Q: আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত?
A: দার্শনিক
Q: আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস
লিখেছেন কে?
A: আব্দুল করিম সাহিত্য বিশারদ
Q: আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি?
A: সোনালী কাবীন [১৯৭৩]
Q: আলাওল কোন যুগের কবি?
A: মধ্য যুগের
Q: আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
A: নীতিকাব্য
Q: আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যটি কোথায় রচিত হয়?
A: আরাকানের রাজসভায়
Q: আশা- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট উপন্যাসের
নায়িকা?
A: চোখের বালি
Q: ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
A: শাহ মুহম্মদ সগীর
Q: ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
A: শাহ মুহম্মদ সগীর
Q: ইউসেস্কো বাউল গানকে, কবে বিমূর্ত ঐতিহ্য
(মানবতার ধারক) ঘোষনা করে?
A: ২৫ নভেম্বার ২০০৫
Q: ইয়ং বেঙ্গল কি?
A: ইংরেজী ভাবধারাপুষ্ট বাঙালী যুবক
Q: ইয়ংবেঙ্গল কী ?
A: ইংরেজী ভাভধারাপুস্ট বাঙালি যুবক
Q: ইশ্বর থাকেন ঐ গ্রামে ,ভদ্র পল্লীতে উক্তিটির
উপন্যাসের নাম?
A: পদ্মা নদীর মাঝি
Q: ইসলামের ইতাহসে ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
A: সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
Q: ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
A: সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
Q: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর পারিবারিক পদবি
A: বন্দোপাধ্যায়
Q: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
A: ১৮২০ সালে
Q: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়?
A: বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
Q: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস- কোন
নাটকের গদ্য অনুবাদ?
A: কমেডি অব এররস
Q: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস- কোন
নাটকের গদ্য অনুবাদ?
A: কমেডি অব এররস
Q: উত্তম পুরুষ উপন্যাওসর রচয়িতা কে?
A: রশীদ করিম
Q: উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?
A: মাইকেল মধুসুদন দত্ত
Q: উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?
A: লালন শাহ
Q: উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম?
A: জামাই ষষ্ঠী
Q: উৎকর্ষতা কী কারনে অশুদ্ধ?
A: প্রত্যয়জনিত
Q: এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া
যায়?
A: ৭টি
Q: একাত্তরের চিটি কোন জাতিয় রচনা
A: মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
Q: একুশে ফেব্রুয়ারিকে কত সালে আন্তোর্জাতিক
মাতৃভাষা দিবস এর মর্যাদা দেয়া হয়?
A: ১৯৯৯
Q: একের ‘সহিত’ অন্যের মিলনের মাধ্যমই হল
সাহিত্য””এটা কে বলেছেন?
A: রবীন্দ্রনাথ ঠাকুর
Q: এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী
কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি – এর
রচিয়তা –
A: মাহবুব আলম চৌধুরী
Q: কখন বালিকারা ভাবে “পড়া হইতে রক্ষা পাওয়া
গেল’।
A: বিয়ে হলে
Q: কখনো উপন্যাস লেখেন নি-
A: সুধীন্দ্রনাথ দত্ত
Q: কখনো উপন্যাস লেখেন নি-
A: সুধীন্দ্রনাথ দত্ত
Q: কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধায় কলকাতা
বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?
A: ১৯২৩
Q: কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
A: ১৭০০ খ্রিষ্টাব্দে
Q: কতসালে ‘হৈমন্তী’ গল্পগুচ্ছে সন্নিবেশিত হয়?
A: ১৯২৩ সালে
Q: কবর কবিতায় কতটি চরণ আছে?
A: 118
Q: কবি অমিয় চক্রবর্তী ‘‘অনন্ত অক্ষত মুর্তি” বলেছেন?
A: স্বাধীন বাংলাদেশকে
Q: কবি আঠারোর কি শুনতে পান?
A: জয়ধ্বনি
আরো পড়ুন:
বাংলা সাহিত্যের প্রস্তুতি, পার্ট – ২
বাংলা সাহিত্যের প্রস্তুতি, পার্ট – ৩
৩৮ তম বিসিএস প্রস্তুতি – বাংলা সাহিত্যের ছন্দ
0 responses on "৩৮ তম বিসিএস প্রস্তুতি - বাংলা সাহিত্য -৬"