৩২ শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে বাড়তি ফি দিয়ে কোচিং না করায়

৩২ শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে বাড়তি ফি দিয়ে কোচিং না করায় ৩২ শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে বাড়তি ফি দিয়ে কোচিং না করায়

বাধ্যতামূলক কোচিং না করায় স্কুল কর্তৃপক্ষ ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে ধামরাই উপজেলার বারবাড়ীয়া ভোলানাথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৩২ শিক্ষার্থীকে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) নবম শ্রেণির শিক্ষার্থীরা কোচিংয়ে অংশ না নেওয়ায় তাদের টিসি দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।

জানা যায়, ওই স্কুলের ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোচিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিমাসে কোচিং ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। শিক্ষার্থীদের দাবি এ কোচিং অবৈধ এবং প্রতিমাসে ৬০০ টাকা দিয়ে কোচিং করা তাদের পক্ষে অসম্ভব।

স্কুলের শিক্ষার্থীরা বলেন, আমাদের কোচিং বাবদ ৬০০ টাকা করে নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এ অবৈধ কোচিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের টিসি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন টিসি দেওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের টিসি দেওয়া হয়েছে। তবে কোচিংয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন।

প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য টিসি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বিদ্যালয়ে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগদীশ প্রতি শিক্ষার্থীর জন্য ৬০০ টাকা কোচিং ফি ধার্য করে দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা ৬০০ টাকা ফি দিয়ে কোচিং করতে রাজি নয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম বলেন, ভোলানাথ স্কুলের ৩২ শিক্ষার্থীকে টিসি দেওয়ার হয়েছে এমন খবর শুনেছি। কি কারণে তাদের টিসি দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

৩২ শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে বাড়তি ফি দিয়ে কোচিং না করায়

 

 

 

আরো পড়ুন:

কোচিং সেন্টারগুলো দুর্নীতির আখড়া বলেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

১০ কোচিং সেন্টার ও স্কুলের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline