📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

(২৪/০১/১৬) প্রথম আলো থেকে

(২৪/০১/১৬) প্রথম আলোর সম্পাদকীয় পাতা থেকে

(২৪/০১/১৬) প্রথম আলো থেকে |মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিন।

Release the people from suffering.
রোগী না দেখার কর্মসূচি।
Programme of not serving patients.
চিকিৎসা একটি মহান পেশা।
Medical profession is a noble profession.
চিকিৎসকেরাই অসুস্থ-বিপন্ন মানুষের ভরসাস্থল।
The doctors are Anchorage of patients.
কিন্তু এই চিকিৎসকেরাই যখন নারী-শিশু-বৃদ্ধকে কষ্টের মধ্যে ফেলে দিনের পর দিন চিকিৎসাসেবা বন্ধ করে দেন, তখন সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না।
It is not expected when the doctors occlude treatment day after day by ailing the patients.
দুঃখজনক হলো, টানা চতুর্থ দিন কর্মবিরতির পর পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বিএমএর চট্টগ্রাম শাখা গতকাল কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
Unfortunately after non-stop four day work-stoppage the association of proffesional doctors BMA (Chittagong branch) declared yesterday to continue the program.
আবার এ সংকটের সমাধানে সরকার এখন পর্যন্ত এগিয়ে আসেনি।
The government hasn’t come forward to solve this problem.
সরকারের এই নীরবতা আমাদের উদ্বিগ্ন করছে।
We are concerned at the silence of government.
চট্টগ্রামে তিন সহকর্মী চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নগরের সব বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে রোগী না দেখার কর্মসূচি পালন করে চিকিৎসকেরা কী বার্তা দিতে চাইছেন?
What message the doctors want to sent by this programme which is called for demanding withdrawal of case filed against their colleagues.
কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠা বা মামলা হওয়া মানেই তিনি দোষী নন।
Allegation against anyone doesn’t means that he or she is guilty.
তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হলেও তাঁরা দোষী হয়ে যাননি।
Though the case filed against the three doctors,they doctors haven’t been guilty.
আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এর নিষ্পত্তি হবে।
It will be disposed by legal process.
রাষ্ট্রের যেকোনো নাগরিক বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এই বিধান চিকিৎসকের ক্ষেত্রে ভিন্ন হবে কেন?
The law is applicable for all citizens but why will it different for the doctors ??
মানুষ অসুস্থ হয়ে অসহায় অবস্থায় চিকিৎসকের কাছে যায়।
People go to the doctors while they suffer from illness.
অন্য যেকোনো পেশার চেয়ে চিকিৎসা সে কারণেই ভিন্ন ও মহান একটি পেশা।
That’s why medical profession is greater than any other professions.
চিকিৎসকের সঙ্গে রোগী বা তার স্বজনদের সম্পর্ক বৈরিতাপূর্ণ হওয়ার কোনো কারণ নেই।
There is no scope to be a Irreconcilable relation between doctors and patients.
কিন্তু অনেক সময়ই চিকিৎসা নিয়ে সংঘাত-সংঘর্ষ ও হাঙ্গামার ঘটনা ঘটে।
But at most of the time the clash happens about it .
কখনো দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকেরা আক্রান্তও হন।
Some times the doctors are hurt unfortunately.
এ ধরনের অসহিষ্ণুতা অগ্রহণযোগ্য এবং তা শাস্তিযোগ্য অপরাধ।
This intolerance isn’t acceptable and it is a punishable offense.
তবে এ ধরনের ক্ষেত্রে কখনো যে চিকিৎসকের গাফিলতি থাকে না, এমনও নয়।
However In this Regard the doctors are not innocent at all.
আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।
Each people has the right to take shelter of law.
চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগে।
The case was filled against the doctors in Chittagong at precise allegation.
একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর এক প্রসূতি মারা যাওয়ায় সংশ্লিষ্ট দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।
In a private hospital two corresponding doctors have been charged for negligence in treatment while a mother had died after giving birth a child.
অন্য এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে।
Another doctor has been charged for dropping bandage in abdominal due to operation.
আমরা আশা করব, চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং আইনি বিষয় আইনগতভাবেই মোকাবিলা করবেন।
We hope that,the doctors would withdraw their strike and face it legally.
জনগণকে জিম্মি করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
Hostage of people isn’t acceptable at all.

 

   
   

0 responses on "(২৪/০১/১৬) প্রথম আলো থেকে"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved