
২০ জনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশকৃতদের মধ্য থেকে ২০ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৫ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মে মাসের ১০ তারিখের মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগ দিতে বলা হয়েছে।
তারা ২০১৫ খ্রিস্টাব্দের জাতীয় বেতন স্কেলের ১২ তম গ্রেডে (১১ হাজার ৩০০ থেকে ২৭৩০০ টাকা) বেতন পাবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা সংশ্নিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদানপত্র দেবেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাদের সংশ্নিষ্ট উপজেলায় শূন্য পদে পদায়ন করবেন।