২০১৬ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ খ্রিষ্টাব্দের অর্নাস ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন সোমবার (৭ মে) থেকে নেয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
আগামী ২১ মে বিকাল ৪টা পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা দেয়া যাবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.edu.bd) নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। অবেদন ফরমটি পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Service বিভাগে সোনালী সেবা পে স্লিপের Student Fee অপশনটির অন্তর্গত Rescruitning Fee অপশনটি থেকে।
এ পে স্লিপে সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর (০২১৮১০০০০০০১৩৫) সহ পুনর্নিরীক্ষণ ফির অংক উল্লেখ করা থাকবে । পে স্লিপের কপি ও পুনর্নিরীক্ষণ ফি সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
নির্ধারিত সময়ের পূর্বে বা পরে আবেদন ফরম পূরণ, পে স্লিপ ডাউনলোড বা পুনর্নিরীক্ষণ ফির টাকা জমা দেয়া যাবে না। ফলাফল পুনর্নিরীক্ষণ ফি হিসাবে শিক্ষার্থীদের থেকে কোর্স প্রতি আটশত টাকা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আরো পড়ুন:
0 responses on "২০১৬ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু"