বেসরকারি স্কুলের এমপিওভুক্ত শিকক্ষরা বিএড কোর্সে ভর্তি নিয়ে চিন্তায় থাকেন। বিভিন্ন সময় বিএড স্কেল প্রাপ্তি নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়। কারণ, সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জন করলেই তা সরকারের কাছে গ্রহণযোগ্য হয় না। আর গ্রহণযোগ্য না হলে বিএড স্কেল পাওয়া যায় না।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০১৬ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি, স্মারক নং- ওম/৩৮-ম/২০১৫/১৪৩২/৮, এবং ২০১৭ খ্রিস্টাব্দের ১৪ মে স্মারক নং- ওএম-০১-ম/৫১৬৯/০৯ দুইটি পত্রে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেবরকারি ২৩টি বিএড কলেজের প্রশিক্ষণকৃত শিক্ষার্থীদের বিএড স্কেল প্রদানে নীতিগত সিদ্ধান্ত নিয়ে পত্র জারি করেন। নিচের ১৫টি তার অন্তর্ভুক্ত। ফলে, ঝামেলা ছাড়াই বিএড স্কেল পাওয়ার জন্য এই ১৫টি কলেজের যে কোনো একটিতে বিএড ভর্তি হতে পারেন।

ভর্তি ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

কলেজগুলোর নাম:

(১) সাতক্ষীরার হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ, ০১৭১২-৯৭৬৬৮৯,

(২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা ০১৭৮৬-০৮৮৫৫৫,

(৩) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর, ০১৮১৪-৩৮৫১৯১,

(৪) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা খুলনা, ০১৯২৩-১০৫৩২৯,

(৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর, ০১৭২০-৬২১৭৩৩,

(৬) কলেজ অব এডুকেশন বিএড, বরিশাল, ০১৭১৭৩৮৮৬২৫,

(৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, ০১৭১১-৪২৩৫৯২,

(৮) জয়পুরহাট বিএড কলেজ, ০১৭০-৭৭১৫৪০০,

(৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, ০১৭১৪-৭২৯৬১৩,

(১০) বগুড়া বিএড কলেজ, বগুড়া, ০১৭১১-৩৬৩৫২৮,

(১১) দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী ০১৭১২-০৪৪৫৪৫,

(১২) কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ, কক্সবাজার, ০১৮১৯-০১৪৫৪৬

(১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম ০১৭১১১৪৬৯২৫,

(১৪) ডঃ মিয়া আব্বাস উদ্দীন টি.টি. কলেজ, মুড়েলগঞ্জ, বাগেরহাট, ০১৭১৪-৫৭৩৬০০।

(১৫) যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ী, যশোর ০১৭১৬-৩১৯৭২৬।

আরো পড়ুন:

বেসরকারী মেডিকেলে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বেসরকারী মেডিকেলে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিএসসি ইন নাসিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মেডিকেল কলেজে ভর্তি ও ডেন্টাল কলেজে আবেদন শুরু আজ

যেকোনো মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে

মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline