(০৩/০২/১৬) প্রথম আলোর সম্পাদকীয় পাতা থেকে
ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলার বিরুদ্ধে ব্যবস্থা নিন
Take steps/initiatives against the managerial disorder/chaos.
পটুয়াখালী হাসপাতালের সংকট
Crises in Patuakhali hospital
বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যার সংবিধানে নাগরিকের স্বাস্থ্যসুবিধা লাভের অধিকার সাংবিধানিকভাবে একটা ঐচ্ছিক নির্দেশনা হিসেবে আছে।
Bangladesh is such a country whose constitution provides her citizens with the right of getting health care/medical service (but) as a mere constitutionally discretionary/uncoerced recommendation/guideline.
এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়; অথচ এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার।
It is not mandatory for the state; yet an important fundamental right.
প্রয়োজনের তুলনায় চিকিৎসকের অভাব দেশে বহুকাল ধরেই চলছে।
The lack of doctors compared to their requirement has been prevalent for long in this Country.
কিন্তু পটুয়াখালী একটি দুর্ভাগ্যজনক রেকর্ড সৃষ্টি করেছে।
But Patuakhali has had an unfortunate/unfavourable record.
পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৫৮টি চিকিৎসকের পদের মধ্যে নাক-কান-গলা, চক্ষু, হৃদরোগসহ নানাবিধ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের অর্ধেকের বেশি খালি পড়ে আছে।
Of more than half of the 58 posts of doctors, many urgent posts including those of ENT, eye and heart disease have been vacant in the 250 bed hospital of/in Potuakhali.
অথচ এই হাসপাতালের চত্বরে পটুয়াখালী মেডিকেল কলেজটি চলছে।
Albeit/yet, Patuakhali Medical College is run on/in the hospital premises.
এতগুলো পদ খালি থাকার নেতিবাচক প্রভাব কলেজের ওপর পড়াও স্বাভাবিক।
It is therefore reasonable/logical that such/these vacant posts have a negative impact on the college.
প্রতি এক হাজারে বাংলাদেশে ডাক্তার মাত্র শূন্য দশমিক ৪ জন।
The number of doctors per one thousand people is just 0.4.
ভারত ও মিয়ানমারের এই হার যথাক্রমে শূন্য দশমিক ৭ ও শূন্য দশমিক ৬।
in India and Myanmar, the rate is 0.7 and 0.6 respectively.
আর পটুয়াখালী পৌর এলাকার জনসংখ্যার অনুপাতে সরকারি ডাক্তার প্রতি ৪ হাজার ৭৬১ জনের জন্য একজন।
And/again there is only 1 doctor for every 4761 people in proportion to the populace of Potuakhali municipality.
পদায়ন সংকট অভাবনীয় নয়, কিন্তু এখানে যেটি ঘটছে তা মানবিক নয়, দানবিক।
Posting crisis isn’t unthinkable, but what’s happening here is not humane rather brutal (/massive/gigantic. )
আবাসিক চিকিৎসক, আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার এই তিনটি পদই একসঙ্গে দীর্ঘকাল শূন্য থাকবে, এটা মানা যায় না।
It is not admissible/agreeable that the three posts of Residential physician, surgeon and medical officer will remain/have been vacant for a great long time.
এর মানে রাতবিরাতে যখন পৌর এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবার প্রয়োজন পড়ে, তখন আর তাদের সামনে জরুরি সেবা লাভের কোনো সুবিধাই খোলা থাকে না।
It means that the poor and insolvent people of the municipality do not have access to emergency health-care during the time of crisis.
অথচ জরুরি চিকিৎসা লাভের অধিকার আরও বেশি স্পর্শকাতর।
But the right to get emergency treatment is even more touchy.
আমরা আশা করব, স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লিখিত শূন্য পদে দ্রুত পদায়ন এবং ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে।
we hope that health ministry will take initiative to quickly recruit to those mentioned vacant positions and take steps against those liable for this chaotic mgt.
0 responses on "(০৩/০২/১৬) প্রথম আলোর সম্পাদকীয় পাতা থেকে"