হৃদযন্ত্রের-যত-কথা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1912
19111. কোন কোষে হিমোগ্লোবিন থাকে?
- লিউকোসাইট
- থ্রম্বোসাইট
- এরিথ্রোসাইট
- হেপাটোসাইট
19112. মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকার আকৃতি কেমন?
- চ্যাপ্টা
- গোলাকার
- ডিম্বাকার
- রড আকৃতি
19113. অ্যান্টিবডির অন্য নাম হলো-
- অ্যাগ্লুটিনোজেন
- অ্যাগ্লুটিনিন
- নিউট্রোফিল
- বেসোফিল
19114. মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
- দুই
- তিন
- চার
- পাঁচ
19115. মাসুদ চৌধুরি উচ্চ রক্তচাপ ভুগছেন। অপরদিকে, তাঁর বন্ধু নূর চৌধুরি ভুগছেন ডায়াবেটিসে। তাকে প্রত্যহ সকালে হাঁটাহাটি করতে দেখা যায়। মাসুদ চৌধুরি দিনে কত ঘন্টা করে ঘুমানো উচিত?
- ১০-১২ ঘন্টা
- ৭-৮ ঘন্টা
- ৫-৬ ঘন্টা
- ৩-৪ ঘন্টা
19116. মাসুদ চৌধুরি উচ্চ রক্তচাপ ভুগছেন। অপরদিকে, তাঁর বন্ধু নূর চৌধুরি ভুগছেন ডায়াবেটিসে। তাকে প্রত্যহ সকালে হাঁটাহাটি করতে দেখা যায়। নূর চৌধুরি সুস্থ থাকতে পারেন-
- পথ্য নিয়ন্ত্রণ করে
- ওষুধ গ্রহণ করে
- জীবন শৃঙ্খলা বজায় রেখে
A,B,C
19117. মাসুদ চৌধুরি উচ্চ রক্তচাপ ভুগছেন। অপরদিকে, তাঁর বন্ধু নূর চৌধুরি ভুগছেন ডায়াবেটিসে। তাকে প্রত্যহ সকালে হাঁটাহাটি করতে দেখা যায়। দুই বন্ধুর ক্ষেত্রেই প্রযোজ্য কোনটি?
- করোনারি হৃদরোগের ঝুঁকি রয়েছে
- ঘন ঘন প্রস্রাব হয়
- দেহের ওজন কমে যায়
- নিয়মিত মদ্যপান কল্যাণকর
19118. নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে?
- এরিথ্রোসাইট
- থ্রম্বোসাইট
- লিউকোসাইট
- মনোসাইট
19119. হৃৎস্পন্দন পর পর সংঘটিত ঘটনার সমষ্টি-
- হার্ট অ্যাটাক
- কার্নিয়েক চক্র
- কার্ডিয়াক চক্র
- খাদ্য চক্র
19120. পূর্ণবয়স্ক পুরুষদেহে লোহিত রক্ত কণিকা বিদ্যমান-
- ৪-৫ লাখ
- ৪.৫-৫.৫ লাখ
- ৮০-৯০ লাখ
- ৬০-৭০ লাখ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "হৃদযন্ত্রের-যত-কথা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1912"