হৃদযন্ত্রের-যত-কথা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1911
19101. সারাদেহে রক্ত সংবহিত হওয়ার কারণ-
- হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
- ফুসফুসের সংকোচন ও প্রসারণ
- শিরার সংকোচন ও প্রসারণ
- শিরা ও ধমনীর সংকোচন ও প্রসারণ
19102. থ্যালসিমিয়া রোগটি সাধারণত কখন শনাক্ত হয়?
- ভ্রুণ অবস্থায়
- শিশু অবস্থায়
- পূর্ণাঙ্গ অবস্থায়
- মৃত্যুর পূর্বে
19103. কখন রক্তের শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি পায়?
- দেহ সুস্থ থাকা অবস্থায়
- জীবাণু দ্বারা আক্রান্ত হলে
- বিশ্রামকালে
- কঠোর পরিশ্রমের সময়
19104. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কী?
- কোলেস্টেরল
- অ্যামিানিয়া
- ইউরিক এসিড
- হরমোন
19105. পূর্ব বয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত?
- প্রায় ৮%
- প্রায় ৯%
- প্রায় ৬%
- প্রায় ৭%
19106. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
- হরমোন
- এনজাইম
- বিলিরুবিন
- ইউরিয়া
19107. প্লাজমা হতে সিরামের পার্থক্যকারী বৈশিষ্ট্য-
- রং হলুদ
- রক্তরসে কণিকা থাকে
- সিরামে রক্তকণিকা অনুপস্থিত
B,C
19108. কোন প্রাণীদের নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকা?
- মাছের
- সরীসৃপদের
- প্লীহাতে
- হৃৎপিন্ডে
19109. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু-
- ৪ মাস
- ৫ মাস
- ৬ মাস
- ৭ মাস
19110. ধমনি ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে?
- কৈশিক জালিকা
- পালমোনারি ধমনি
- রক্তরস
- পালমোনারি শিরা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "হৃদযন্ত্রের-যত-কথা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1911"