হৃদযন্ত্রের-যত-কথা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1910
19091. একজন সুস্থ মানুষের রক্তে কী পরিমাণ বিলিরুবিন থাকে?
- ১৫-১০ mg/dl
- ০.২-১ mg/dl
- ০.৫-১.৫ mg/dl
- ০-২০০ mg/dl
19092. মানবদেহের পাম্প যন্ত্রের অনুরূপ অঙ্গাণু কোনটি?
- যকৃত
- ফুসফুস
- হৃৎপিন্ড
- পাকস্থলী
19093. অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলানায় বেড়ে যাওয়াকে কী বলে?
- পারপুরা
- থ্রম্বোসাইটোসিস
- থ্যালসিমিয়া
- লিউকোমিয়া
19094. কোনটির নিউক্লিয়াস বৃক্কাকার?
- এরিথ্রোসাইট
- থ্রম্বোসাইট
- মনোসাইট
- বেসোফিল
19095. প্রতি মিনিটে পালসের গতি ৬০ এর কম হয় কখন?
- জন্ডিস হলে
- জ্বর হলে
- পরিশ্রম হলে
- ভয় পেলে
19096. অণুচক্রিকাকে ইংরেজীতে কী বলে?
- গ্রানুলোসাইট
- অ্যাগ্রানুলোসাইট
- থ্রম্বোসাইট
- প্লেইটলেট
19097. সিরামের বৈশিষ্ট্য হলো-
- এটি রক্তরসের অন্য নাম
- এর বর্ণ হালকা হলুদ
- এতে রক্তকণিকা থাকে না
B,C
19098. কোনটির লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস অনুপস্থিতি?
- মানুষ
- ব্যাঙ
- পাখি
- সাপ
19099. বিশ্রামে প্রাপ্ত বয়স্কদের পালস রেট কত?
- ৬০-১০০/মি.
- ৩০-৬০/মি.
- ১০০-১৪০/মি.
- ১০০-১২০/মি.
19100. হৃদপিন্ড বেষ্টনকারী পর্দার নাম কী?
- পেরিকার্ডিয়াম
- অ্যাট্রিয়াম
- ভেন্ট্রিকল
- ভেনক্যাভা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "হৃদযন্ত্রের-যত-কথা - এসএসসি-সাধারণ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1910"