এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 8
71. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ বলতে নিচের কোনটি বোঝায়?
- হাঁস-মুরগী প্রতিপালন
- পশু পালন করা, স্কুল কলেজ প্রতিষ্ঠা করা
- ক্লাব প্রতিষ্ঠা করা
- খেলাধুলার আয়োজন করা
72. ঘাটতি উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব ফেলে?
- পারিবারিক তহবিল হ্রাস করে
- সম্পদ হ্রাস করে
- দায় বৃদ্ধি করে
- মূলধন বৃদ্ধি পায়
73. পারিবারিক হিসাবের বৈশিষ্ট্য হলো –
- হিসাবের ক্ষেত্রে প্রতিটি পরিবার এক একটি একক
- পারিবারিক হিসাব কারো কাছে প্রকাশ করতে হয় না
- পারিবারিক হিসাব প্রচুর কঠিন কাজ
- উপরের সবগুলো
A,B
74. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হল –
- নগদান হিসাব
- প্রাপ্তি-প্রদান হিসাব
- আয়-ব্যয় বিবরণী
- ক ও গ
B,C
75. প্রাপ্তি-প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় –
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মুনাফা জাতীয় প্রদান
- কোনটিই নয়
A,B,C
76. জনাব সাকিব তার পরিবারের বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করে থাকেন। এটির পিছনে জনাব সাকিবের উদ্দেশ্য কী?
- সম্পদ বৃদ্ধি করা
- ভোগ প্রবণতা বৃদ্ধি করা
- ঋণ পরিশোধ করা
- ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করা
77. পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি?
- আপ্যায়ন ব্যয়
- বাড়ি ভাড়া
- জমি ক্রয়
- ঋণের সুদ
78. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়?
- মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ
- হাঁস-মুরগীর চিকিৎসা খরচ
- দুগ্ধ খামারের গরুর খাবার খরচ
- প্রকল্পের পাহারাদারের মজুরি
79. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য হলো –
- প্রতিটি পরিবারকে তার কর্তাব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করা হয়
- পারিবারিক হিসাব নিকাশের দায়বদ্ধতা না থাকা
- পরিবারের লেনদেন বেশির ভাগ নগদে সংঘটিত হয়
- উপরের সবগুলো
A,B,C
80. কোনটি পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা হয়?
- অভিভাবক কর্তৃক নবগঠিত পরিবারকে এককালীন দান
- ঋণের মাধ্যমে প্রাপ্ত অর্থ
- পেশা থেকে আয়
- সম্পত্তি বিক্রয় করে প্রাপ্ত অর্থ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুনঃ
এসএসসি Finance Banking মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""হিসাববিজ্ঞান পরিচিতি" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 8"