বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 227
2261. বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি?
- 0.7
- 0.75
- 0.8
- 3
2262. ভূমিকম্পের বিপদ থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ও গ্যাস লাইন কী রকম রাখতে হবে?
- বন্ধ করে
- চলমান
- স্বাভাবিক
- ত্রুটিমুক্ত
2263. বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কোন প্লেটের সংঘর্ষের কারণে?
- লিনিয়ামোট
- টেকটনিক
- ইন্ডিয়ান
- কনসোর্টিয়াম
2264. সমুদ্রে ভূমিকম্প আঘাত হানলে –
- সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যেতে পারে
- সমুদ্রের নিচে নেমে যাওয়া পানি ১৫-২০ মিটার উঁচু হয়ে কূলে আঘাত হানতে পারে
- অনেক সময় সুনামি আঘাত হানে
A,B,C
2265. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ গঠিত –
- শেল পাথর দ্বারা
- চুনাপাথর দ্বারা
- কর্দম দ্বারা
A,C
2266. বাংলাদেশের জলবায়ু –
- উষ্ণ
- শীতল
- সমভাবাপন্ন
A,C
2267. সিলেটের পাহাড়িয়া অঞ্চলে কী পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত হয়?
- ৩৩৮ সে.মি.
- ৩৪০ সে.মি.
- ৩৪২ সে.মি.
- ৩৪৪ সে.মি.
2268. নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.
- 143
- 144
- 146
- 4
2269. ভূ-পৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
- আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে
- ভূমিধসে
- ভূ-ত্বকের কম্পনে
- ভূমিকম্পের ঝাঁকুনিতে
2270. সাধারণত টিলার উচ্চতা কত হয়ে থাকে?
- ১০-৩০ মিটার
- ৩০-৯০ মিটার
- ৪০-৮০ মিটার
- ৬০-৭০ মিটার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 227"