এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 10
91. পারিবারিক হিসাব কার নিকট পেশ করতে হয়?
- মালিকের নিকট
- পরিবারের কর্তার নিকট
- সরকারের নিকট
- কারো নিকট নয়
92. পরিবারের বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের সময় যেসব বিষয় খেয়াল রাখা আবশ্যক –
- প্রত্যেক সদস্য বা পরিবারের বিশেষ প্রয়োজনগুলো চিহ্নিত করা
- ব্যয়গুলো যেন সব সময় ছোট হয়
- দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে বিশেষ দৃষ্টি
- উপরের সবগুলো
B,C
93. আর্থিক অবস্থার বিবরণী বলতে কোনটি বোঝায়?
- আয়-ব্যয়ের বিবরণী
- নগদ প্রবাহ বিবরণী
- পারিবারিক তহবিল বিবরণী
- সম্পদ ও দায়ের বিবরণী
94. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসেবে কাজ করে কোনটি?
- পারিবারিক বাজেট
- পারিবারিক আয়-ব্যয়
- পারিবারিক হিসাব ব্যবস্থা
- ভবিষ্যৎ পরিকল্পনা
95. মি. রতন তার পরিবারের বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করে থাকেন। এটির পিছনে মি. রতন এর উদ্দেশ্য কী?
- সম্পদ বৃদ্ধি করা
- ভোগ প্রবণতা বৃদ্ধি করা
- ঋণ পরিশোধ করা
- ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করা
96. ডাক্তারের প্র্যাকটিস থেকে প্রাপ্ত অর্থ কোন উৎসের অন্তর্গত?
- পেশা হতে আয়
- অনুদান
- অন্যান্য উৎস হতে আয়
- মুনাফার অংশ
97. পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত?
- ১০%-২০%
- ৫%-১০%
- ২০%-২৫%
- ১৫%-২০%
98. মূলধন জাতীয় আয়কে কেন পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা যায় না?
- এটা স্বল্পকালীন ও অনিয়মিত
- এটা দীর্ঘকালীন ও অনিয়মিত
- এটা নিয়মিত ও দীর্ঘকালীন
- এটা পৌনঃপুনিক ও এককালীন
99. পরিবারের আপ্যায়ন খরচ কোন জাতীয় ব্যয়?
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- মূলধন জাতীয় ব্যয়
- মুনাফা জাতীয় ব্যয়
- মূলধনায়িত ব্যয়
100. অনিয়মিত ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়ের কারণে পরিবারে কোনটি বৃদ্ধি পায়?
- দায়
- আয় উদ্বৃত্ত
- সম্পত্তি
- ঘাটতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি Finance Banking মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""হিসাববিজ্ঞান পরিচিতি" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 10"