এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 9
এসএসসি হিসাববিজ্ঞান | 81. পরিবারের সুখ-শান্তি বিঘ্নিত হবে –
- আয়-ব্যয়ের পরিকল্পনা না থাকলে
- আয়-ব্যয়ের সঠিক হিসাব না থাকলে
- সম্পদ ও দায়ের হিসাব না থাকলে
- উপরের সবগুলো
A,B
82. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ?
- খতিয়ানবই
- নগদান বই
- আয়-ব্যয় বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
83. স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কর্তা ব্যক্তির –
- মনোমালিন্য হয় না
- ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না
- বিশৃঙ্খলা ও কলহ হয় না
- ক ও খ
A,B,C
84. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসাবে কাজ করে কোনটি?
- পারিবারিক বাজেট
- পারিবারিক আয়-ব্যয়
- পারিবারিক হিসাব ব্যবস্থা
- ভবিষ্যত পরিকল্পনা
85. আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় কোনটি হতে?
- প্রাপ্তি ও প্রদান হিসাব হতে
- পারিবারিক তহবিল হতে
- আর্থিক অবস্থার বিবরণী হতে
- নগদান বই হতে
86. ব্যক্তি বা পরিবার স্বাবলম্বী হওয়ার জন্য কোনো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হলে প্রথমে কোনটি করতে হবে?
- পারিবারিক বাজেট
- প্রকল্প বাজেট প্রণয়ন
- প্রকল্পের আয় নির্ধারণ
- প্রকল্পের ব্যয় নির্ধারণ
87. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে –
- শিক্ষিত বেকার যুবকদের ওপর
- উদ্যোক্তার মেধা ও দক্ষতার ওপর
- নির্ভুল হিসাবরক্ষণ ব্যবস্থা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর
- খ ও গ
B,C
88. “বর্তমান বছরের কোনো বকেয়া আয় বা বকেয়া ব্যয়ের লেনদেনে এ হিসাবে অন্তর্ভুক্ত হয় না” – উক্তিটি প্রাপ্তি ও প্রদান হিসাবের কী?
- সুবিধা
- গুরুত্ব
- অসুবিধা
- বৈশিষ্ট্য
89. কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়?
- বাড়িঘর নির্মাণ
- সাইকেল ক্রয়
- সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ
- উপরের সবগুলো
90. পরিবার ব্যবসায় প্রতিষ্ঠান নয় বলে পরিবারে কোনটি থাকে না?
- দায়
- সম্পদ
- প্রারম্ভিক তহবিল
- ঋণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুনঃ
এসএসসি বাংলা কুইজ মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on "এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 9"