দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগ থেকে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. সফিউল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমি সকাল পৌনে ৮টায় অধ্যাপক মিজানুর রহমানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ল্যাবরেটরি থেকে ৩৯টি এবং বিভাগীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে একটি কম্পিউটারের যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায়। এসব কম্পিউটারগুলো থেকে প্রসেসর, হার্ডডিস্ক ও র্যামসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি করা হয়। এ ঘটনার পর দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জানান, কম্পিউটারের যন্ত্রাংশ চুরির কারণে তাদের ব্যবহারিক ক্লাস বাধাগ্রস্ত হবে।
রেজিস্ট্রার অধ্যাপক মো. সফিউল আলম বলেন, ‘এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।
আরো পড়ুন:
1 responses on "হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি"