স্বাধীন-বাংলাদেশের-অভ্যূদয়ে-নাগরিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1578
15771. আইয়ুব সরকার আগরতলা মামলা করে কেন?
- ৬ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য
- ১১ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য
- ২১ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য
- স্বাধীনতা সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য
15772. ১৯৫২ সাল সমর্থন করে-
- ভাষা আন্দোলন 2. অসহযোগ আন্দোলন 3. স্বদেশী আন্দোলন
15773. পশ্চিম পাকিস্তানিরা বাঙালি মুসলমানদের কেমন মানুষ হিসেবে দেখত?
- ভালো মানুষ
- খারাপ মানুষ
- উঁচু জাতের মানুষ
- নিচু জাতের মানুষ
15774. পাকিস্তানের প্রতিষ্ঠাতা হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- এ.কে. ফজলুল হক
- মওলানা ভাসানী
- শেখ মুজিবুর রহমান
15775. পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয় কখন?
- ১ মার্চ ১৯৭১
- ২ মার্চ ১৯৭১
- ৩ মার্চ ১৯৭১
- ৪ মার্চ ১৯৭১
15776. যুক্তফ্রন্ট গঠিত হবার পেছনের কারণ হলো, মুসলিম লীগ-
- বাঙালিদের আস্থাভাজন হতে পারে নি
- এদেশবাসীর সর্ব অধিকার কেড়ে নেয়
- উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলে
A,B,C
15777. যুদ্ধকালীন সময়ে কাজল ও রহিমের বাহিনী স্বাধীনতা অর্জন সহায়তা করেছিল-
- গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে
- পাকিস্তানি বানিীর প্রতিনিধি নজর রাখে
- নিয়মিত বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে
A,B,C
15778. আইয়ুব খান কার হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় গ্রহণ করেন?
- জিন্নাহর হাতে
- ইস্কান্দার মির্জার
- এ.কে. ফজলুল হকের
- ইয়াহিয়া খানের
15779. মুক্তিযুদ্ধের প্রাথমিক পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ চলছিল কীভাবে?
- অস্ত্র ছাড়া
- অস্ত্র দিয়ে
- অপরিকল্পিতভাবে
- হ-য-ব-র-ল ভাবে
15780. বঙ্গবন্ধুর আহ্বানে সারা বাংলায় সর্বাত্মক অসহযোগ পালিত হয় কখন?
- ১৯৭১ সালের ১-১০ মার্চ
- ১৯৭১ সালের ১-১৫ মার্চ
- ১৯৭১ সালের ১-২০ মার্চ
- ১৯৭১ সালের ১-২৫ মার্চ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীন-বাংলাদেশের-অভ্যূদয়ে-নাগরিক - এসএসসি-পৌরনীতি-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1578"