স্বাধীনতা-ও-সাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1594
15931. ‘সবার উপরে আইন’ – এর অর্থ কী?
15932. আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারিত হয় –
- বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক আচরণ
- আন্তর্জাতিক সমস্যার সমাধান
- এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের নাগরিকদের ব্যবহার
A,B,C
15933. একটি রাষ্ট্রে আইনের প্রয়োজনীয়তা রয়েছে –
- সাম্য প্রতিষ্ঠার জন্য
- ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য
- স্বাধীনতাকে সংকুচিত করার জন্য
A,B
15934. কোনটিকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয়?
- আইনকে
- সাম্যকে
- রাষ্ট্রকে
- সংবিধানকে
15935. শিক্ষার অধিকার ভঙ্গ হলে তা রক্ষায় মানুষ কোন আইনের সাহায্য নিতে পারবে?
15936. আইনের দৃষ্টিতে সকলে সমান – এটি কীসের মূল কথা?
- আইন
- স্বাধীনতা
- সাম্য
- ভ্রাতৃত্ব
15937. প্রথা কী?
- সাংবিধানিক বিধিবদ্ধ আইন
- দীর্ঘকাল যাবৎ প্রচলিত কোনো নিয়ম
- ধর্মীয়ভাবে স্বীকৃত আইন
- সমাজের অভিজাত শ্রেণি কর্তৃক প্রবর্তিত আইন
15938. আমরা যেমন ইংরেজী গল্প, উপন্যাস পড়তে গিয়ে অনেক সময় শব্দার্থ বুঝতে অভিধানের সাহায্য নিই; ঠিক তেমনি বিচারকগণ বিচারকার্য সম্পাদনে কীসের সাহায্য নেন?
15939. ‘ল অব দ্য কনস্টিটিউশন’ কে লিখেছেন?
- অধ্যাপক হল্যান্ড
- অধ্যাপক ডাইসি
- ব্ল্যাকস্টোন
- অধ্যাপক গার্নার
15940. আইনের শাসনের অর্থ হচ্ছে –
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীনতা-ও-সাম্য - এসএসসি-পৌরনীতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1594"