“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায় ? দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়। কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে,
নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা, স্বর্গ-সুখ তায় হে,
̄^র্গ-সুখ তায় ॥ সার্থক জীবন আর বাহু-বল তার হে,
বাহু-বল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে,
দেশের উদ্ধার ॥ অতএব রণভমে চল ত্বরা যাই হে,
চল ত্বরা যাই। দেশহিতে মরে যেই, তুল্য তার নাই হে,
তুল্য তার নাই ॥
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "স্বাধীনতা"