২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ ভর্তির ১ম রিলিজ স্লিপের আবেদন শুরু ২০ মার্চ চলবে ২৯ মার্চ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণীর ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২০ মার্চ বিকাল ৪টা থেকে শুরু হবে।চলবে হয়ে ২৯ মার্চ রাত ১২টা পর্যন্ত।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী
ক) প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি,
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি,
গ) ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, ২য় পর্যায়ে যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে এ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।
আরো পড়ুন:
0 responses on "স্নাতক ১ম বর্ষ ভর্তির ১ম রিলিজ স্লিপের আবেদন শুরু ২০ মার্চ চলবে ২৯ মার্চ পর্যন্ত"