বরগুনার তালতলীতে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে নিহত স্কুল শিক্ষক হারুন অর রশীদ মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে রোববার (২১শে জানুয়ারি) প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনতা মানববন্ধনে অংশ নেন।
উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জেমাদ্দার, নিহত হারুন অর রশীদ মোল্লার পিতা সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা, হারুন অর রশীদের স্ত্রী সুমি আকতার, প্রধান শিক্ষক মোঃ আঃ লতিফ, মোঃ জামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, একমাত্র ভাই মিজানুর রহমান মিন্টু, মোঃ জসিম উদ্দিন মোল্লা ও মোঃ কামাল হোসেন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের নিওপাড়া বাজারে গত ১৪ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে ইউপি সদস্য জলিল রাঢ়ী ও সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় এসইএসডিপি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ মোল্লা (৩২) গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ জানুয়ারি হারুন মারা যান।
আরো পড়ুন:
প্রকাশ্যে ধাওয়া করে খুন হওয়া স্কুলছাত্র হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
1 responses on "স্কুল শিক্ষকের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী"
Leave a Message
You must be logged in to post a comment.
Good