
St. Joseph Higher Secondary School বা সেন্ট জোসেফ কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ফলাফল ইশিখন.কম ও কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মেধা তালিকার শিক্ষার্থীদের অবশ্যই আগামীকাল শনিবার (৩ জুন ২০১৭) তারিখের মধ্যে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে। অন্যথায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেওয়া হবে।
সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৭-১৮ বিজ্ঞান শিক্ষা শাখা
সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৭-১৮ ব্যবসায় শিক্ষা শাখা
সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৭-১৮ মানবিকশাখা
সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৭-১৮ অপেক্ষমান তালিকা দেখে নাও
তারিখ | সময় | করণীয় |
03/06/2017 | সকাল ৯টা থেকে দুপুর ১টা | ভর্তি ফর্ম সংগ্রহ |
04/06/2017 | সকাল ৯টা থেকে দুপুর ১টা | ভর্তি |
05/06/2017 | সকাল ৯টা থেকে দুপুর ১টা | আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি |
ভর্তি হতে যেটি যা প্রয়োজন:
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজিস্ট্রেশন ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি ১টি
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজিস্ট্র্রেশন কার্ডের (প্রবেশপত্রের) মুল কপি (পরে ফেরত নেওয়া যাবে।) ও ১টি ফটোকপি
- স্কুল প্রদত্ত টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের একটি ফটোকপি
- সদ্য তোলা পাসর্পোট সাইজের দুটি রঙ্গিন ছবি
Description | Science Bengali Version | Science English Version | B. Studies | Humanities Group |
Annual Charge | 6100 | 6100 | 6100 | 6100 |
Admission Fees | 2900 | 3900 | 2900 | 2900 |
Development Charges | 3000 | 3000 | 3000 | 3000 |
Board Fees | 200 | 200 | 200 | 200 |
Total | 12,200 | 13,200 | 12,200 | 12,200 |