সিপিএ মার্কেটিং কেন শিখবেন-

সিপিএ মার্কেটিং শেখার অনেকগুলো কারণের মধ্যে কিছু অন্যতম কারণ নিচে দেওয়া হল।

  • কারন সিপিএ মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়া ।
  • সিপিএ মার্কেটিং করা মানে কারো অধীনে চাকরী করা না । এটা পুরোটাই আপনার নিজের বিজনেস , সেখানে আপনি অন্য দের চাকুরী তে নিয়োগ দিতে পারবেন !
  • এছাড়া সিপিএ মার্কেটিং শিখে একটি সিপিএ ফার্ম ও দিতে পারবেন ।
  • বিভিন্ন মার্কেট প্লেস এ কাজ না খোযেজ নিজের বিজনেস কাজ করতে পারবেন।

আরো দেখুন: নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

সিপিএ মার্কেটিং করে কোন ঝামেলা ছাড়াই আয় করবেন যেভাবে-

সিপিএ মার্কেটিং থেকে আয় করার অনেকগুলো মাধ্যম রয়েছে। ইশিখন ডিভিডিতে কিংবা লাইভ ক্লাসে প্রতিটি স্টেপ শিক্ষক সরাসরি দেখিয়েছেন। তবুও আমরা এখানে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আয় করার কিছু কমন পদ্ধতি এবং এই সর্ম্পকিত ওয়েবসাইট তুলে ধরলাম।

যে সাইটগুলোতে গেলে সহজেই সিপিএ নেটওয়ার্ক খুঁজে পাবেন তার মধ্যে ভালো কিছু সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক এর একটা তালিকা আমি নিচে দেওয়া হল-

আরো দেখুন: সিপিএ মার্কেটিং শিখুন

 

আরো দেখুন: সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রোমট করবেন?

উক্ত সাইটগুলোতে ২টি অপশন দেওয়া থাকবে-

  1. অ্যাডভারটাইজার
  2. পাবলিশার

আপনি পাবলিশার লেখাটিতে ক্লিক করে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করবেন।

যেভাবে শিখবেন সিপিএ মার্কেটিং-

আরো দেখুন: সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

 

গুগল, ফেইসবুক, ইউটিউব, ব্লগ ইত্যাদি। ইন্টারন্যাশনাল অনেক বড় বড় ফোরাম, ফেইসবুক গ্রুপ, পেইজ আছে, যেগুলোতে সক্রিয় থাকলে নতুন আপডেট, মার্কেটিং পদ্ধতি, ট্রিকস এন্ড টিপস পাওয়া যায়। এছাড়াও দেশীয় কিছু প্রতিষ্ঠান সিপিএ’র উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে সেগুলোতে প্রশিক্ষণ নেয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে।

আরো দেখুন: সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

কোথায় শিখবেন সিপিএ (CPA) মার্কেটিং-

বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না।  এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি কোর্স সম্পর্কিত  অন্যান্য সকল সুবিধাসমূহ পাবেন।

আরো দেখুন: নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

সিপিএ(CPA) মার্কেটিং এর বিশেষ সুবিধা-

  • লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
  • লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
  • প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক) প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
  • প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
  • এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
  • কোর্স শেষে সার্টিফিকেট
  • লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।

আরো দেখুন: সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

সিপিএ(CPA) মার্কেটিং এ কি কি শেখানো হবে-

  • সিপিএ মার্কেটিং করে কিভাবে আয় করবেন।
  • কিভাবে সেরা সিপিএ নেটওয়ার্ক খুঁজে পাবেন।
  • প্রচার করার জন্য সবচেয়ে লাভজনক সিপিএ অফার পছন্দ কর।
  • সর্বোত্তম সিপিএ নেটওয়ার্কগুলিতে গ্রহণযোগ্য টিপস
  •  অনলাইনে সফল হতে হলে আপনার মানসিক প্রস্তুতি
  • আপনি একটি এক্সক্লুসিভ সিপিএ অফার দেখাবেন কিভাবে?

 

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন

আরো দেখুন:সিপিএ (CPA) মার্কেটিং কি?

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline