সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন? مواقع المراهنات العالمية
বর্তমানে জনপ্রিয় ইন্টারনেট মার্কেটিং এর মধ্যে সিপিএ মার্কেটিং অন্যতম। কিছু নির্দিষ্ট কাজ যেমন কোন কিছু ডাউনলোড, কোন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন কিংবা কোন কন্টেন্ট সোশ্যাল সাইটে শেয়ারের মত ছোট ছোট সিপিএ মার্কেটিং করে আয় করতে পারেন আপনি খুব সহজেই। সিপিএ মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে আয় করতে পারবেন তা নিয়ে আলোচনা করব।এখন আমরা জানব সিপিএ মার্কেটিং আসলে কি।
আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং
সিপিএ (CPA) মার্কেটিং
CPA এর ফুল মিনিং Cost Per Action. অনেকেই আছেন CPA মার্কেটিং করতে পচ্ছন্দ করে কারন, সিপিএ মার্কেটিং এ আপনার এফিলিয়েট এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি অফার শুধুমাত্র রেজিষ্টেশন করে তাহলে প্রতিটি রেজিষ্টেশনের এর জন্য পেমেন্ট করা হবে।বিষয়টা আমি আরেকটু সহজ করে বলি, আপনি যেই অফার নিয়ে কাজ করবেন সে অফার এ একটা ইমেইল সাবমিট এর পেইজ অথবা ফাস্ট পেইজ সাবমিট এর পেইজ থাকে। আর সেটা পূরণ করলেই আপনার লিড কাউণ্ট হবে, মানে আপনার টাকা ইনকাম হবে, কোন সেলস এর প্রয়োজন হবে না।
সিপিএ মার্কেটিং থেকে কেমন আয় করা সম্ভব?
এটা নির্ভর আপনার কাজের উপর। নিয়ম মেনে নিয়মিত কাজ করলে 1000$ এর উপর আয় করা সম্ভব মাসে।নিয়মিত কাজ না করলে এক টাকাও আয় সম্ভব না। আপনি যদি 3$ একটি অফার নিয়ে কাজ করেন তাহলে দিন এ যদি ২০টি Action Complete করাতে পারেন তাহলে দিনে 30$ ডলার ইনকাম করতে পারবেন। মাসে ইনকাম হবে 900$।ওয়ার্ল্ড এ প্রায় ৫০০ এর উপর সিপিএ মার্কেটপ্লেস রয়েছে।
সিপিএ মার্কেটিং থেকে আয় করার নেটওয়ার্ক গুলো-
যে সাইটগুলোতে এ গেলে আপনি সিপিএ নেটওয়ার্ক খুঁজে পাবেন তার মধ্য থেকে সর্বোচ্চ ভালো কিছু সিপিএ নেটওয়ার্ক এর একটা তালিকা নিচে দেওয়া হল-
- Peerfly.Com
- MaxBounty.Com
- CpaLead.Com
- CpaGrip.Com
- JvZoo.Com
- MatoMy.Com
- AdworkMedia.Com
- Convert2Media.Com
- ClickBooth.Com
আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?
উপরে দেওয়া এসবসাইটগুলোতে যাবেন এবং তাতে দুটো করে অপশন থাকবে-
- অ্যাডভারটাইজার
- পাবলিশার
অতপর পাবলিশার লেখাতে ক্লিক করে সঠিক ইনফরমেশনগুলো সেখানে দিয়ে অ্যাকাউন্ট করে নিবেন। নিচের ছবির মত সাইন আপ পেইজ আসবে সেটা পূরন করে অ্যাকাউন্ট করতে হবে।
বর্তমানে কেন সবাই সিপিএ মার্কেটিং বেশি পছন্দ করে-
বর্তমানে অনেকে অনলাইনে পেশা হিসাবে সিপিএ মার্কেটিং কে বেচে নিচ্ছে। এর প্রধান কারন খুব সহজেই ভাল ইনকাম করার সুযোগ আছে সিপিএ মার্কেটিং এ। আপনি চাইলেই প্রতি মাসে মিনিমাম সিপিএ মার্কেটিং এর কাজ করে ৫০০ ডলার আয় করতে পারেন খুব সহজে। সিপিএ মার্কেটিং এর কাজগুলো খুব সহজ, যার ফলে মানুষ প্রতিনিয়ত সিপিএ মার্কেটিং এর দিকে ধাবিত হচ্ছে।একটি ভাল মানের সিপিএ মার্কেটিং সাইট হচ্ছে CPAGRIP যাঁরা নতুন সিপিএ মাকেটিং এ কাজ করতে চান। তাদের জন্য এই সাইটটি বেস্ট সাইট।
সিপিএ মার্কেটিং এর সবচেয়ে চমকপ্রদ সাইট হচ্ছে MAXBUNTY এই সাইটটি অল্প সময়ে যে কয়েকটি বিশ্বস্ত সিপিএ মার্কেটিং এর সাইট রয়েছে সবগুলোকে ছাপিয়ে গিয়েছে। এই সাইটটিতে একটি সিপিএ অফার কমপ্লিট করার জন্য সর্বোচ্ছে ২০ ডলার পর্যন্ত দেওয়া হয়।
আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?
মার্কেটিং জগৎতের জনপ্রিয়তায় সিপিএ মার্কেটিং এর অবস্থান সবার উপরে। এর কারণ হচ্ছে সিপিএ মার্কেটিং সহজ হওয়ায় বেশিরভাগ মানুষ সিপিএ মার্কেটিং এর দিকে অগ্রসর হচ্ছে। যে সব কটি সিপিএ মার্কেটিং সাইট রয়েছে তার সধ্যে অন্যতম হচ্ছে Clickbooth। এই সিপিএ মার্কেটিং সাইটটি খুবই ভাল। এই সিপিএ মাকেটিং সাইটটি ১০০% পেমেন্ট করে এবং খুব দ্রুত পেমেন্ট করে।
কোথায় শিখবেন সিপিএ(CPA) মার্কেটিং-
বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না। এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি কোর্স সম্পর্কিত অন্যান্য সকল সুবিধাসমূহ পাবেন।
আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন
সিপিএ(CPA) মার্কেটিং এর বিশেষ সুবিধা-
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
- প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক) প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
- প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
- এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
- কোর্স শেষে সার্টিফিকেট
- লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
সিপিএ(CPA) মার্কেটিং এ কি কি শেখানো হবে-
- সিপিএ মার্কেটিং করে কিভাবে আয় করবেন।
- কিভাবে সেরা সিপিএ নেটওয়ার্ক খুঁজে পাবেন।
- প্রচার করার জন্য সবচেয়ে লাভজনক সিপিএ অফার পছন্দ কর।
- সর্বোত্তম সিপিএ নেটওয়ার্কগুলিতে গ্রহণযোগ্য টিপস
- অনলাইনে সফল হতে হলে আপনার মানসিক প্রস্তুতি
- আপনি একটি এক্সক্লুসিভ সিপিএ অফার দেখাবেন কিভাবে?
0 responses on "সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?"