
সিপিএ (CPA) মার্কেটিং কি?
CPA এর ফুল মিনিং Cost Per Action. অনেকেই আছেন CPA মার্কেটিং করতে পচ্ছন্দ করে কারন, সিপিএ মার্কেটিং এ আপনার এফিলিয়েট এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি অফার শুধুমাত্র রেজিষ্টেশন করে তাহলে প্রতিটি রেজিষ্টেশনের এর জন্য পেমেন্ট করা হবে। ধরুন USA কোন ব্যাংক কম্পানী তাদের ব্যাংক লোন এর জন্য কাষ্টমার খুজছে, এখন আমার কাজ হল কাষ্টমার কে শুধুমাত্র রেজিস্টার করানো আমার এফিলিয়েট লিংক এ । এখানে কাষ্টমার রেজিস্টার কারার পর পোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আমি আমার কমিশন পাব।কিন্তু এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার পোডাক্ট বিক্রি না হবে ততক্ষন আপনি কমিশন পাবেন না।
আরো দেখুন:সিপিএ (CPA) মার্কেটিং কি?
সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?
অনলাইনে ইনকামের অনেকগুলো সোর্সের মধ্যে সিপিএ মার্কেটিং অনেককাংশে সহজ, কাজে একটু অলস টাইপের মানুষ এই কোর্সটি করতে পারেন।
সিপিএ মার্কেটিং করা মানে কারো অধীনে চাকুরী করা না । এটা পুরটাই আপনার নিজের বিজনেস , যেখানে আপনি অন্য দের চাকুরী তে নিয়োগ দিতে পারবেন !
আপনি সিপিএ মার্কেটিং শিখে একটি সিপিএ ফার্ম ও দিতে পারবেন ।
বিভিন্ন মার্কেট প্লেস এ কাজ খোজার থেকে নিজের বিজনেস করা অনেক শ্রেয় ।
আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন
সিপিএ (CPA) থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে?
এটা নির্ভর করবে আপনি কত ইনকাম করতে চান তার টার্গেট এর উপর। আপনার ইনকাম টার্গেট যতবেশী হবে আপনার বিনিয়োগ বাড়াতে হবে। তবে আপনি বিনিয়োগ ছারাও ইনকাম করতে পারবেন । আপনার ইচ্ছা এবং পরিশ্রম থাকলে আপনি দিনে গড়ে ২০ থেকে ২০০ ডলার ইনকাম করতে পারবেন । এখন মাসিক টা আপনি নিজেই হিসাব করে নিন
আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন
ফ্রিল্যান্সিং এবং সিপিএ (CPA) এর মধ্যে পার্থক্য কি?
ফ্রিল্যান্সিং বিড করে কাজ করতে হয়এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজকরতে হয় আর সিপিএ মার্কেটে (CPA) আপনাকে বিড করতে হবেনা ,নিজের একাউন্টে নিজেই কাজ করতে পারবেন।যেকোন সময় কাজ করতে পারবেন।এবং আপনি নিজের বিজনেস নিজেই করবেন, চাইলে আপনি টাকা খরচ করে কাজ করতে পারেন অথবা ফ্রি মার্কেটিং ম্যাথডে কাজ করতে পারেন।
আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?
সিপিএ (CPA) মার্কেটপ্লেস থেকে টাকা তুলার মাধ্যম কি?
৩০দিনপর, ১৫দিন পর, ৭দিনপর।বিভিন্ন মার্কেটে বিভিন্ন নিয়ম থাকে। যেমন maxbounty প্রথম পেমেন্ট ৩০ দিন পর, এরপর ৭দিন পর পর আপনি পেমেন্ট তুলতে পারবেন।
সিপিএ (CPA) মার্কেট থেকে পেমেন্ট কিভাবে পাওয়া যায়?
সিপিএ (CPA) মার্কেট প্লেস আপনার সাধারনত তিন ধরনের পেমেন্ট থাকে। আপনি চেক Check, পেপাল PayPal, পাইনিয়ার কার্ড Pre-paid Master Card by Payoneer or ব্যাংক ট্রান্সফার Electronic Funds Transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব
সিপিএ (CPA) শিখার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে?
ইন্টারনেট সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান রয়েছে
যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক
যারা অল্পতেই হতাশ হয় না
ধৈর্যশীল হয়ে যে কাজ করতে জানে
যিনি কম্পিউটারে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন
আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?
PPL (Pay-Per-Lead):
সহজ ভাষায়, আপনাকে প্রতিটি লিডের জন্য পে করা হবে। ধরুণ, আপনি কোনো CPA অফার সিলেক্ট করে আপনার সাইটে প্রচার করলেন, একজন ঐ লিংকের মাধ্যমে প্রবেশ করে অ্যাডভারটাইজার সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলো, তারমানে একটি লিড তৈরি হল। এই একটি লিডের জন্য আপনাকে কমিশন দেওয়া হবে।
PPC (Pay-Per-Click):
এটা হল সেই কমিশন বা নিদিষ্ট টাকা যা পাবলিশারকে পে করা হয়ে থাকে তার সাইটে থাকা প্রোডাক্টের ব্যানার বা লিংকে প্রতিটা ক্লিকের জন্য।
আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং
CPA নেটওয়ার্ক:
Adwork Media
CPAGrip
CPALead
অ্যাকশন বলতে কি বোঝায় ?
সাবস্ক্রাইব করা
কোন সাইটে সাইন আপ করা
কোনো অফার কেনা
গেম অথবা কোনকিছু ডাউনলোড করা
অনলাইনে কোন গেইম এর জন্য অ্যাকাউন্ট খোলা
গেইম ডাউনলোড করা
ইমেইল আইডি দেয়া
এমনকি কোন সাইটে নিজের পোস্ট কোড দেয়াও এক একটা অ্যাকশন।
আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?
কোথা থেকে শিখবেন সিপিএ মার্কেটিং?
বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না। এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি অন্যান্য যেসকল সুবিধাসমূহ পাবেন:
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব
প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
কোর্স শেষে সার্টিফিকেট
লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।