- প্রশ্ন: বর্তমানে দেশের সর্বশেষ ৪৯০তম উপজেলার নাম-
উত্তর: কর্ণফুলীনিদের্শনা: চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীত করেছে সরকার। দেশের মোট উপজেলা এখন ৪৯০টি। পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়েছে। এই উপজেলার জনসংখ্যা এক লাখ ৬২ হাজার ১৪০ জন।
- প্রশ্ন: বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা-
উত্তর: ৪৯০টিনিদের্শনা: বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা-৪৯০টি। সর্বশেষঃ ৪৯০তম উপজেলা কর্ণফুলী।
- প্রশ্ন: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?
উত্তর: ৩৯টিনিদের্শনা: সিরাজগঞ্জের শাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি হবে দেশের (৩৯তম) সরকারি বিশ্ববিদ্যালয়।
- প্রশ্ন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোথায় স্থাপিত হচ্ছে-
উত্তর: শাহজাদপুর, সিরাজগঞ্জনিদের্শনা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি হবে দেশের ৩৯তম সরকারি বিশ্ববিদ্যালয়।
- প্রশ্ন: হাইকোর্ট সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় কবে?
উত্তর: ৫ মে, ২০১৬নিদের্শনা: বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। এর আগে উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। ১৯৭২ সালে মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের (চতুর্থ সংশোধনী’র) মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে সংবিধানের (পঞ্চম সংশোধনী’র) মাধ্যমে জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের অপসারণের ক্ষমতা (সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের) কাছে ন্যস্ত হয়।
- প্রশ্ন: দেশের ২৩তম স্থল বন্দর কোনটি?
উত্তর: বাল্লা স্থল বন্দরনিদের্শনা: দেশের ২৩তম স্থল বন্দর হচ্ছে ‘বাল্লা’। অবস্থান-চুনারুঘাট, হবিগঞ্জ।
- প্রশ্ন: বর্তমানে দেশে স্থল বন্দরের সংখ্যা কয়টি?
উত্তর: ২৩টিনিদের্শনা: দেশের ২৩তম স্থল বন্দর হচ্ছে ‘বাল্লা’। অবস্থান-চুনারুঘাট, হবিগঞ্জ।
- প্রশ্ন: পরবর্তী (৭ম) টি-২০ বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে-
উত্তর: ২০২০ সালেনিদের্শনা: এখন থেকে টি-২০ বিশ্বকাপ ৪ বছর পর পর অনুষ্ঠিত হবে। পরবর্তী (৭ম) টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায়।
- প্রশ্ন: পরবর্তী (৭ম) টি-২০ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে-
উত্তর: অস্ট্রেলিয়ায়নিদের্শনা: এখন থেকে টি-২০ বিশ্বকাপ ৪ বছর পর পর অনুষ্ঠিত হবে। পরবর্তী (৭ম) টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায়।
- প্রশ্ন: এখন থেকে টি-২০ বিশ্বকাপ কত বছর পর পর অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪ বছরনিদের্শনা: এখন থেকে টি-২০ বিশ্বকাপ ৪ বছর পর পর অনুষ্ঠিত হবে। পরবর্তী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২০ সালে।
আরও পড়ুনঃ
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৭২"